সিঙ্গাপুরে যাওয়া হচ্ছে না সাফজয়ী নারীদের
<![CDATA[
প্রতিপক্ষ ঠিক না হওয়ায় ফেব্রুয়ারি ফিফা উইন্ডোতে ম্যাচ খেলা হচ্ছে না সাফ জয়ী নারীদের । সিঙ্গাপুরে চার জাতি টুর্নামেন্টে খেলার আমন্ত্রণ পেয়েও নানা সীমাবদ্ধতার কারণে তাদের না করে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। প্যারিস অলিম্পিক বাছাই পর্বের আগে এখন বাংলাদেশের সম্বল কেবল মার্চে কম্বোডিয়ার বিপক্ষে ঢাকায় ফিফা প্রীতি ম্যাচ।
দীর্ঘ ১৯ বছর পর বাংলাদেশকে গর্বিত করা সাফজয়ী নারীদের নিয়ে অনেক পরিকল্পনা ছিল বাফুফের। পরিকল্পনা ছিল এক বছরে ৩ থেকে ৫টি ফিফা উইন্ডোতে ম্যাচ খেলার। তবে শুরুতেই হোঁচট। ১২ থেকে ২৩ ফেব্রুয়ারির মধ্যে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলার কথা জানিয়েছিল অভিভাবক সংস্থাটি। কিন্তু হাতে দুই সপ্তাহ সময় থাকলেও এখনো কোনো প্রতিপক্ষ ঠিক হয়নি। সিঙ্গাপুরে চার জাতি টুর্নামেন্ট খেলতে আমন্ত্রণ পেয়েছিল। তবে যাতায়াত ও আবাসন খরচ না দেয়ায় তাদের না করে দিয়েছে বাফুফে।
আরও পড়ুন: বাফুফে চায় র্যাঙ্কিংয়ে উন্নতি, কোনো লক্ষ্য নেই কোচের
এসব নিয়ে বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘সিঙ্গাপুরে চার জাতি টুর্নামেন্ট খেলার জন্য আমাদের আমন্ত্রণ জানিয়েছিল। তবে সেখানে যাওয়া-আসার খরচ ও থাকার খরচ আমাদেরই বহন করতে হবে। এটা সম্ভব নয়। তাই সেখানে যাওয়া হচ্ছে না।’
প্যারিস অলিম্পিক কোয়ালিফায়ার খেলার আগে বাফুফের একমাত্র প্রস্তুতির অবলম্বন এখন মার্চে ঢাকায় ফিফা প্রীতি ম্যাচ। দেশের জন্য বরাবরই সাফল্য উপহার দেয়া মেয়েরা মূলত পর্যাপ্ত আর্থিক বরাদ্দ না থাকায় যেতে পারছে না সিঙ্গাপুরে। তাই মার্চ পর্যন্ত বাফুফের ক্যাম্পেই সময় কাটাতে হচ্ছে মেয়েদের। অবশ্য বাফুফে বাংলাদেশ থেকে শক্তিমত্তায় এগিয়ে এমন কোনো প্রতিপক্ষের বিপক্ষেই খেলতে চেয়েছিল।
আরও পড়ুন: জিতেও আসর থেকে ছিটকে গেল বাংলাদেশ
এ বছরের ৩ থেকে ১১ এপ্রিল অলিম্পিক বাছাই পর্ব খেলবে মেয়েরা। বাংলাদেশের প্রতিপক্ষ ইরান, নেপাল, মিয়ানমার ও মালদ্বীপ।
]]>




