খেলা

অন্ধকারের গল্পে তাসনিয়া ফারিণ

<![CDATA[

ছোটপর্দার দর্শক নন্দিত অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ভিন্নধর্মী চরিত্রে সাবলীল অভিনয়ে জয় করেছেন দর্শক হৃদয়। নাটক, টেলিফিল্ম কিংবা ওয়েব ফিল্ম; সব মাধ্যমেই ফারিণের সরব উপস্থিতি।

সম্প্রতি ফারিণ অভিনয় করেছেন ‘নিকষ’ শিরোনামের একটি ওয়েব ফিল্মে। রুবেল হাসানের পরিচালনায় ওয়েব ফিল্মটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন মেজবাহ উদ্দীন সুমন। আলো ও অন্ধকারের ভেতর দুই বোনের জীবনবাজির গল্পে নির্মিত হয়েছে ‘নিকষ’।

গল্পে দেখা যাবে, এক বাড়িতে দুই বোনের বাস। একই ছাদের নিচে হলেও দুই বোন ভিন্ন গ্রহের বাসিন্দা। একজন সংসার, সম্পর্কগুলোকে আগলে রাখে, অন্যজন ছুটে যেতে চাচ্ছে ঝলমলে চোরাবালির দিকে। এই ছুটে চলার মধ্যে সম্পর্কের বন্ধনগুলো আলাদা হয়ে যায়। এগিয়ে যায় গল্প।

আরও পড়ুন: ছবি আঁকার মাধ্যমে সব যন্ত্রণার প্রকাশ করি: ভাবনা

ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে মুক্তি পাবে ‘নিকষ’। ফারিণ ছাড়াও এতে আরও অভিনয় করেছেন মীর নওফেল আশরাফী, মাহিমা সুলতানা, জয়রাজ, রাকিব হোসাইন ইভন, খালেকুজ্জামান, সাবিহা জামান, ইসারত জাহান হ্রিদিকাসহ অনেকে।

এদিকে ‘আরো এক পৃথিবী’ শিরোনামের কলকাতার একটি সিনেমা অভিনয় করেছেন ফারিণ। এ সিনেমার প্রমোশনে এখন কলকাতায় অবস্থান করছেন এ অভিনেত্রী। এসকে মুভিজের ব্যানারে নির্মিত হয়েছে সিনেমাটি। পরিচালনা করেছেন অতনু ঘোষ। ৩ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে সিনেমাটি।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!