মোটরসাইকেল থেকে ছিটকে পড়লেন লিপি, পিষে মারল বাস
<![CDATA[
রংপুর নগরীর মেডিকেল মোড়ে বাসের চাপায় এক নারী নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তারা রংপুর মেডিকেলে ভর্তি হয়েছেন।
শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেল ৩টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ডা. পিন্নু হোস্টেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লিপি রানী সরকার নগরির কেল্লা যুগীটারি এলাকার মন্টু রায় সরকারের স্ত্রী।
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালী থানার উপপরিদর্শক গনেশ রায় জানান, স্ত্রী-সন্তান নিয়ে মোটরসাইকেলযোগে তারাগঞ্জ যাচ্ছিলেন মন্টু রায় সরকার। পথে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ডা. পিন্নু হোস্টেলের সামনে পৌঁছালে পঞ্চগড় থেকে ছেড়ে আসা রংপুরগামী বিআরটিসির একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন লিপি রানী সরকার। বাসটি লিপিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন: সড়ক দুর্ঘটনা, সংসদে জাপার ফিরোজের ক্ষোভ
মন্টু রায় ও তার সন্তান চিকিৎসাধীন। বাসটি পুলিশের হেফাজতে নেয়া হয়েছে বলে জানান তিনি।
]]>