খেলা

রাজধানীতে বিএনপির পদযাত্রা দুপুরে

<![CDATA[

গণতন্ত্র পুনরুদ্ধার, সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারসহ ১০ দফা দাবি আদায়ে স্লোগান, মিছিল ও সমাবেশের বাইরে রাজধানীতে শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে নিঃশব্দ পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপি।

চার দিনের এ কর্মসূচির প্রথমদিন বাড্ডায় সুবাস্তু ভ্যালি থেকে পদযাত্রা শুরু হয়ে মালিবাগে আবুল হোটেলের সামনে শেষ হবে। ঢাকা মহানগর উত্তর বিএনপি এ কর্মসূচির আয়োজক। এছাড়া ৩১ জানুয়ারি গাবতলী টার্মিনাল থেকে শুরু হয়ে মিরপুর-১ নম্বর হয়ে মিরপুর ১০ নম্বর গোলচত্বর পর্যন্ত পদযাত্রা কর্মসূচির আয়োজকও উত্তর বিএনপি।

মহানগর দক্ষিণের উদ্যোগে ৩০ জানুয়ারি যাত্রাবাড়ী থেকে শ্যামপুর এবং ১ ফেব্রুয়ারি মুগদা থেকে মালিবাগ পর্যন্ত পদযাত্রা দিয়ে শেষ হবে চার দিনের এ কর্মসূচি। সব কর্মসূচিই দুপুর ২টায় শুরু করা হবে।

আরও পড়ুন: ৪ ফেব্রুয়ারি বিভাগীয় শহরে সমাবেশের ঘোষণা বিএনপির

গত বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!