বিনোদন

বর্তমান সরকার থাকলে সুষ্ঠু নির্বাচন হবে না: ফখরুল

<![CDATA[

বর্তমান সরকার থাকলে সুষ্ঠু নির্বাচন হবে না বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২৮ জানুয়ারি) রাজধানীর বাড্ডায় পদযাত্রা কর্মসূচির শুরুর আগে তিনি বলেন, ‘বর্তমান সরকার থাকলে সুষ্ঠু নির্বাচন হবে না। তাই সরকারকে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে৷’

ফখরুল বলেন, নতুন আন্দোলন শুরু হয়েছে, নীরব প্রতিবাদের মধ্য দিয়ে সরকারকে বার্তা দিতে চায় বিএনপি। দ্রব্যমূল্যের দাম বেড়েছে, বিরোধী দলকে দমনে নির্যাতন করছে ক্ষমতাসীনরা। ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে। 

তত্ত্ববধায়ক সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে সরকারকে পদত্যাগের আহ্বান বিএনপি মহাসচিব। তিনি বলেন,
অন্যথায় অত্যন্ত ভারাক্রান্ত হয়ে চলে যেতে হবে। পালাবার পথ পাবে না বর্তমান সরকার। শান্তিপূর্ণভাবে বিএনপি আন্দোলন করে দাবি আদায় করতে চায়।

আরও পড়ুন: বিএনপির মরণযাত্রা শুরু হয়েছে: ওবায়দুল কাদের

দলের স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, রাজপথে বিএনপি আছে, বিএনপি থাকবে। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না৷ আন্দোলনে বেগম জিয়াকে মুক্ত করা হবে।

বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, বর্তমান সরকারকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। অন্য কোনো চিন্তা করে লাভ হবে না। ১৪/১৮ এর মতো নির্বাচন হতে দেয়া হবে না। অন্যথায় রাজপথের আন্দোলনে দাবি আদায় করা হবে।

গণতন্ত্র পুনরুদ্ধার, সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারসহ ১০ দফা দাবি আদায়ে স্লোগান, মিছিল ও সমাবেশের বাইরে রাজধানীতে শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে নিঃশব্দ পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপি।

আরও পড়ুন: ৪ ফেব্রুয়ারি বিভাগীয় শহরে সমাবেশের ঘোষণা বিএনপির

চারদিনের এ কর্মসূচির প্রথমদিন বাড্ডায় সুবাস্তু ভ্যালি থেকে পদযাত্রা শুরু হয়ে মালিবাগে আবুল হোটেলের সামনে শেষ হবে।

ঢাকা মহানগর উত্তর বিএনপি এ কর্মসূচির আয়োজক। এছাড়া ৩১ জানুয়ারি গাবতলী টার্মিনাল থেকে শুরু হয়ে মিরপুর-১ নম্বর হয়ে মিরপুর ১০ নম্বর গোলচত্বর পর্যন্ত পদযাত্রা কর্মসূচির আয়োজকও উত্তর বিএনপি।

মহানগর দক্ষিণের উদ্যোগে ৩০ জানুয়ারি যাত্রাবাড়ী থেকে শ্যামপুর এবং ১ ফেব্রুয়ারি মুগদা থেকে মালিবাগ পর্যন্ত পদযাত্রা দিয়ে শেষ হবে চার দিনের এ কর্মসূচি। সব কর্মসূচিই দুপুর ২টায় শুরু করা হবে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!