লিটনদের কচ্ছপগতির ব্যাটিং শেষেও কুমিল্লার ১৬৫
<![CDATA[
লিটন দাস ও মোহাম্মদ রিজওয়ানের কচ্ছপগতির ইনিংস শেষেও খুলনা টাইগার্সের বিপক্ষে ২ উইকেট হারিয়ে ১৬৫ রানের সংগ্রহ পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। জয়ের জন্য ১৬৬ রান করতে হবে খুলনাকে।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শনিবার (২৮ জানুয়ারি) টস হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৬৫ রান তোলে কুমিল্লা। লিটন দাস ও মোহাম্মদ রিজওয়ানের এ জুটিটি ছিল ধীরগতির। লিটন আউট হন নাহিদুল ইসলামের বলে অ্যান্ড্রু বালবার্নিকে ক্যাচ দিয়ে। আউট হওয়ার আগে হাফসেঞ্চুরি তুলে নেন লিটন। ৪২ বলে তার ৫০ রানের ইনিংসটিতে ছিল ৯টি চারের মার। ওয়ানডাউনে নেমে ঝড়ো গতির ইনিংস খেলেন জনসন চার্লজ।
আরও পড়ুন: শাস্তি পেলেন সোহান ও রউফ
২২ বলে ৩৯ রান করে পয়েন্টের দিকে খেলতে গিয়ে আউট হন চার্লজ। তাকে শিকারে পরিণত করেন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পাওয়া ওয়াহাব রিয়াজ। শেষ দিকে গিয়ে ইনিংস রোটেট করার চেষ্টা করেন রিজওয়ান। ৪২ বলে অর্ধশতক পূরণ করেন তিনি। শেষ পর্যন্ত ৪৭ বলে ৫৪ রানে অপরাজিত ছিলেন তিনি।
খুশদিল শাহ শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৯ রানে। খুলনার বোলারদের মধ্যে একটি করে উইকেট পান ওয়াহাব রিয়াজ ও নাহিদুল ইসলাম।
]]>