গাইবান্ধায় গলাকাটা মরদেহ উদ্ধার
<![CDATA[
গাইবান্ধার সাদুল্লাপুরে ঘাঘট নদীর বাঁধের নিচ থেকে আলী প্রামাণিক (৬০) নামে গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৮ জানুয়ারি) সকালে সাদুল্লাপুর সরকারি ডিগ্রি কলেজ সড়কের ঘাঘট নদীর বাঁধের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সুরত আলী প্রামাণিকের (৬০) বাড়ি সাদুল্লাপুর উপজেলার কামারপড়া ইউনিয়নের পুরাণলক্ষীপুর গ্রামে। তিনি ওই গ্রামের মৃত খয়বর প্রামাণিকের ছেলে।
আরও পড়ুন: সোনাইমুড়ীতে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার
নিহতের পরিবারের সদস্যরা জানায়, গতকাল রাতে সাদুল্লাপুর বাজারের উদ্দেশে বের হয়ে সুরত আলী রাতে আর বাড়ি ফেরেনি। সারারাত খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। সকালে বাড়ি আসার রাস্তায় তার গলাকাটা রক্তাক্ত মরদেহ দেখতে পায় এলাকাবাসী।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত কবির জানান, শনিবার সকালে বাঁধের পাশে গলাকাটা রক্তাক্ত একটি মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির গলা ও পেটে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ধারণা করা হচ্ছে, রাতের আধারে দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ ফেলে রেখে পালিয়ে যায়।
আরও পড়ুন: পঞ্চগড়ে দুই যুবকের মরদেহ উদ্ধার
ময়নাতদন্তের জন্য মরদেহ গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার এখনও সঠিক কারণ জানা যায়নি। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে। এ হত্যার রহস্য উম্মোচনসহ জড়িতদের শনাক্ত এবং গ্রেফতারের চেষ্টা চলছে।
]]>