ইহুদি উপাসনালয়ে হামলার ঘটনায় গ্রেফতার ৪২
<![CDATA[
পূর্ব জেরুজালেমের ইহুদি উপাসনালয়ে গুলি চালিয়ে ৭ জনকে হত্যার ঘটনায় ৪২ জনকে গ্রেফতার করেছে ইসরাইলি পুলিশ। শুক্রবার (২৭ জানুয়ারি) এ বছরের মধ্যে ইসরাইলি নাগরিকদের বিরুদ্ধে সবচেয়ে মারাত্মক হামলায় সাতজন নিহত এবং কমপক্ষে তিনজন আহত হয়েছেন।
এদিকে বিবিসি জানিয়েছে, শুক্রবারের রক্তক্ষয়ী হামলার পর শনিবার (২৮ জানুয়ারি) ওল্ড সিটির বাইরে পৃথক হামলায় দুজন ইসরাইলি নাগরিক আহত হয়েছেন।
জেরুজালেমের ওল্ড সিটির ঠিক বাইরে সিলওয়ান এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ইসরাইলি পুলিশ জানিয়েছে, শনিবারের হামলাকারী ১৩ বছর বয়সী একজন বালক। ইসরাইলি পুলিশের দাবি বন্দুকধারী ওই বালককে ‘নিস্ক্রিয় ’ করা হয়েছে।
আরও পড়ুন: পূর্ব জেরুজালেমে ইহুদি উপাসনালয়ে গুলিবর্ষণ, নিহত ৭
এ দুটি হামলার পর ইসরাইলের সন্ত্রাস দমন ইউনিট কর্মকর্তারা জেরুজালেম এলাকায় স্থায়ীভাবে অবস্থান করছে। শুক্রবার উপাসনালয়ে হামলাকারী ব্যক্তিকে স্থানীয় মিডিয়া পূর্ব জেরুজালেমের একজন ফিলিস্তিনি বলে চিহ্নিত করেছে। ইসরায়েলি পুলিশ কমিশনার কোবি শাবতাই জানান, সাম্প্রতিক বছরগুলিতে সম্মুখীন হওয়া সবচেয়ে খারাপ হামলাগুলির মধ্যে একটি।
এদিকে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো এ হামলার প্রশংসা করেছে। তবে হামলাকারীকে তাদের সদস্য বলে দাবি করেনি তারা। বৃহস্পতিবার অধিকৃত পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি সামরিক অভিযানের সময় ৯ ফিলিস্তিনি নিহত হওয়ার পর থেকে উত্তেজনা বেড়েছে।
]]>




