খেলা

জিতেই চলেছে বসুন্ধরা কিংস

<![CDATA[

জয় রথ ধরে রেখেছে বসুন্ধরা কিংস। ঘরের মাঠে শেখ রাসেল ক্রীড়া চক্রকে তারা হারিয়েছে ৩-১ গোলের ব্যবধানে।

শনিবার (২৮ জানুয়ারি) বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচে কিংসের হয়ে জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার রবসন রবিনিও। এই জয়ে ৭ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে বসুন্ধরা রয়েছে টেবিলের শীর্ষে।

৩-১ স্কোর লাইন দেখে বোঝার উপায় নেই কতটা উত্তাপ ছড়িয়েছে ম্যাচে। নামের ভারে এগিয়ে থাকলেও, জয় পেতে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে বসুন্ধরা কিংসকে। শেষ পর্যন্ত লড়াই করে গেছে শেখ রাসেল ক্রীড়া চক্র।

জয়ের ধারা অব্যাহত রাখার মিশনে কিংস অ্যারেনায় শেখ রাসেলকে আতিথ্য দেয় বসুন্ধরা কিংস। ঢাকার অদূরে ফুটবল মাঠে দর্শকের সরব উপস্থিতি ম্যাচে দিয়েছে বাড়তি উন্মাদনা। প্রথমার্ধটা কাটে সমানে সমান লড়াইয়ে। ১১ মিনিটে রাকিবের ক্রস কাজে লাগাতে ব্যর্থ দরিয়েলতন। ৩২তম মিনিটে সুযোগ নষ্ট করেন শেখ রাসেলের কঙ্গোয়ান স্ট্রাইকার মাকুফু। ৪২ মিনিটে আরও একবার হতাশ শেখ রাসেল শিবির। হেমন্ত ভিনসেন্টের চেষ্টা ক্রসবারে লেগে ফিরলে এগিয়ে যাওয়া হয়নি।

আরও পড়ুন: উরুগুয়ের চার ফুটবলারকে নিষিদ্ধ করল ফিফা

অবশেষে ৬৫ মিনিটে কিংস শিবিরের স্বস্তি ফেরান রবসন রবিনিও। বক্সের মধ্যে রোবিনিওকে ফাউল করেন মনির আলম, তাতে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে নেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।

ম্যাচে লিড পেয়ে আক্রমণে মনোযোগী হয় কিংস। তাতে সুযোগ তৈরি করে বেশ কয়েকবার। ৭১ মিনিটে বক্সের বাইরে থেকে আসরর গফুরভের গতির শট ফিরিয়ে দেন আশরাফুল ইসলাম রানা।

তবে ৭৩তম মিনিটে আর রক্ষা হয়নি। ব্যবধান দ্বিগুণ করে কিংস। ডিফেন্সের ভুলের সুযোগ নেন আসরর গফুরভ। ২-০তে এগিয়ে যায় বসুন্ধরা।

৮০ মিনিটে সেরা সুযোগ নষ্ট করেন দরিয়েলতন গোমেজ। রবিনিওর পাসে ফাঁকা পোস্ট পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি এই ব্রাজিলিয়ান।

আরও পড়ুন: বছর সেরা ফুটবলার মেসি, সেরা পঞ্চাশের বাইরে রোনালদো

তবে দুই মিনিটের ব্যবধানে পাল্টা আক্রমণে গিয়ে এক গোল শোধ দেয় শেখ রাসেল। চার্লস দিদিয়ের পাসে এমফন উদোর শট খুঁজে নেয় জালের ঠিকানা।

দ্বিতীয়ার্ধের শেষ ফ্রি কিকে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন রবিনিও। তাতে ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত হয় কিংসের। জয়ের ধারা অব্যহত রেখে লিগ শেষ করার লক্ষ্য কিংসের।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!