ক্রিকেট খেলতে খেলতে ক্লান্ত ওয়ার্নার
<![CDATA[
একটানা খেলার মধ্যে থাকায় ক্লান্তি ভর করেছে ডেভিড ওয়ার্নারের ওপর। ভারত সিরিজের আগে ক্রিকেটে মনোযোগ দেয়াটা চ্যালেঞ্জিং হচ্ছে বলেও জানান এই অস্ট্রেলিয়ান ব্যাটার। এদিকে, বিগ ব্যাশে এবার পারফরম্যান্স ভালো না হলেও পরের মৌসুমে নতুন রূপে ফিরতে চান ওয়ার্নার।
আধুনিক ক্রিকেটে দম ফেলার ফুরসৎ নেই। আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাটের খেলা। আবার ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি আসর মিলিয়ে অবিরাম ছুটে চলা। তারকা ক্রিকেটার হলে সবখানে চাহিদা আরও বেশি। ডেভিড ওয়ার্নারের মতো খেলোয়াড়ের তাই বেহাল দশা। একের পর এক ম্যাচ খেলেই চলেছেন অজি তারকা।
৯ ফেব্রুয়ারি থেকে ২২ মার্চ পর্যন্ত ভারত সফরে থাকবে অস্ট্রেলিয়া জাতীয় দল। উপমহাদেশে দেড় মাসে ৪ টেস্ট ও ৩ ওয়ানডে খেলবে অজিরা। হাইভোল্টেজ ঐ সিরিজে প্যাট কামিন্সের স্কোয়াডের গুরুত্বপূর্ণ সদস্য ওয়ার্নার। কিন্তু, টানা খেলার মধ্যে থাকা ওপেনারকে এমন এক সিরিজের আগে ফুরফুরে মেজাজে পাচ্ছেন না অধিনায়ক।
আরও পড়ুন:শততম টেস্টে ডাবল সেঞ্চুরি করে বিপদে পড়লেন ওয়ার্নার
ওয়ার্নার বলেন, ‘সবকিছু চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। আমি আসলে অনেক ক্লান্ত।’
শারীরিক-মানসিকভাবে ক্লান্তিই শুধু নয়, ব্যাটেও যে রান নেই ডেভিডের। চলমান বিগ ব্যাশ লিগে সিডনি থান্ডারের হয়ে ৬ ম্যাচে করেছেন মাত্র ৯৯ রান।
ওয়ার্নার বলেন, ‘থান্ডার টিমের হয়ে দারুণ কিছু করতে চেয়েছিলাম। কিন্তু, এ বছর সেটা পারিনি। আশা করি, সামনের বছর আরও ফ্রেশ হয়ে মাঠে নামতে পারবো।’
মাঠের ব্যস্ততার মাঝে পরিবারকে সময় দিতে পারেননি একেবারে। এর মাঝে আবার ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে ক্রিকেট অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড নাইট। অবস্থা এমন দাঁড়িয়েছে যে, মর্যাদাপূর্ণ ঐ ইভেন্টেও অংশ নিতে চাচ্ছেন না অনেকেই।
আরও পড়ুন:মেয়েদের ইচ্ছাতেই ৯ বছর পর বিগ ব্যাশে ওয়ার্নার
অস্ট্রেলিয়া জাতীয় দলের এই মারকুটে ব্যাটার বলেন, ‘বেশ কয়েকজন ক্রিকেটার ইউএই লিগে খেলতে গেছে। তারা ক্রিকেট অস্ট্রেলিয়ার অ্যাওয়ার্ডে অংশ নেবেনা। আমার জন্য বাড়িতে আরেকটা রাত কাটাতে পারা বিশাল ব্যাপার। কিন্তু, কিছু করার নেই।’
৪ ফেব্রুয়ারি বিগ ব্যাশ শেষ হওয়ার পরপরই ধরতে হবে ভারতের বিমান। তাই একেবারে বিশ্রাম পাবেন না ক্রিকেটাররা।
]]>