খুলনায় জমজমাট পিঠা উৎসব
<![CDATA[
ভাপা, কুলি, চিতই, চন্দ্র পুলি, পাটি শাপটা, নকশি, দুধপুলি, রসপিঠাসহ নানান ধরনের পিঠার পসরা সাজিয়ে বসেছেন শিক্ষার্থীরা। গ্রামবাংলার ঐতিহ্য আর সংস্কৃতিকে ধরে রাখতে খুলনা সরকারি মহিলা কলেজে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী পিঠা উৎসব। এ উৎসব ঘিরে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস আর উদ্দীপনায় মিলনমেলায় পরিণত হয় কলেজ ক্যাম্পাস।
শীতের মাঝে বসন্তের সাজে সেজেছে শিক্ষার্থীরা। খোপায় বিভিন্ন ফুলের তৈরি মালা আর পরনে নানা রঙের বাসন্তী শাড়ী। শুধু শিক্ষার্থী নয় বর্ণিল সাজে সেজেছে পুরো ক্যাম্পাস।
শনিবার (২৮ জানুয়ারি) সকালে খুলনা সরকারি মহিলা কলেজে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন সহকারী ইন্ডিয়ান হাই কমিশনার ইন্দ্রজিৎ সাগর। উদ্বোধন শেষে স্টলগুলো ঘুরে দেখেন কলেজের শিক্ষক ও অতিথিরা।
কলেজের বিভিন্ন বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা বাহারি পিঠার পসরা সাজিয়েছেন ক্যাম্পাস মাঠে। ৩৫টি স্টলে প্রায় ৫০০ ধরনের পিঠা ছিলো। প্রতিটি স্টলে দর্শনার্থী ও ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
আরও পড়ুন: খুলনায় ১৫ সোনার বারসহ গ্রেফতার ২
করোনার কারণে দুই বছর পর আবারও এ উৎসব অনুষ্ঠিত হওয়ায় খুশি শিক্ষার্থীরা।
খুলনা সরকারি মহিলা কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও পিঠা উৎসব উদযাপন কমিটির সমন্বয়কারী খান আহমেদুল কবীর চাইনিজ জানান, বাঙালির লোকজ সংস্কৃতিকে সমুন্নত করতে ও শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে এ আয়োজন।
তিনি আরও জানান, পিঠা উৎসবের পাশাপাশি ক্যাম্পাসে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।
]]>




