মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
<![CDATA[
মাগুরায় সড়ক দুর্ঘটনায় শামীম শেখ (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত ও দুই মাদ্রাসা ছাত্র গুরুতর আহত হয়েছেন।
রোববার (২৯ জানুয়ারি) দুপুরে মাগুরা-নড়াইল সড়কের মালিক গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামীম মহম্মদপুর উপজেলার পরমেশ্বরপুর গ্রামের কিবরুল শেখের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, মোহম্মদপুর উপজেলার পরমেশ্বরপুর গ্রামের শামীম শেখসহ দুজন মোটসাইকেলে মাগুরা আসছিলেন। পথে দুপুর সাড়ে ১২টার দিকে মাগুরা সদরের মলিকগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীতমুখী দুই মাদ্রাসা ছাত্রের একটি বাইসাইকেলের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক এবং বাইসাইকেলের তিনজন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মোটরসাইকেল চালক শামীম মারা যান। আহত অবস্থায় সজীব (১৩) রকিবকে (১২) মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: নরসিংদীতে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ১
মেডিকেল অফিসার কৃষ্ণপদ বিশ্বাস জানান, হাসপাতালে আসার আগেই মোটর সাইকেল চালক শামীম শেখের মৃত্যু হয়। অপর দুইজনকে সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। আপাতত তাদের অবস্থা আশঙ্কামুক্ত।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, মরদেহের ময়নাতদন্ত চলছে। মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
]]>