কাশ্মীরে শেষ হচ্ছে ‘ভারত জোড়ো’ যাত্রা
<![CDATA[
কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে শুরু হওয়া ‘ভারত জোড়ো’ যাত্রা শেষ হতে যাচ্ছে। সোমবার (৩০ জানুয়ারি) কাশ্মীরের শ্রীনগরে পৌঁছে ১৪৫ দিনের এই পদযাত্রা শেষ হবে। শেষ দিন পদযাত্রায় অংশ নিতে ভারতের ২১টি বিরোধী দলকে আমন্ত্রণ জানিয়েছে কংগ্রেস। তবে তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টিসহ বেশ কয়েকটি দল এতে অংশ নেবে না বলে জানিয়েছে।
ভারতজুড়ে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে গত বছরের ৭ সেপ্টেম্বর তামিলনাড়ুর কন্যাকুমারি থেকে শুরু হয় ভারত জোড়ো যাত্রা। যার নেতৃত্ব দেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ১৪৫ দিনব্যাপী এই পদযাত্রা কেরালা, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, মধ্য প্রদেশ, দিল্লি, উত্তর প্রদেশ ও হরিয়ানা হয়ে বর্তমানে কাশ্মীরে পৌঁছে গেছে।
আরও পড়ুন: রাহুল গান্ধী: ‘পাপ্পু’ থেকে পরিশুদ্ধ ভাবমূর্তির প্রতীক
১২টি রাজ্য ও দুটি কেন্দ্রশাসিত অঞ্চল মিলে ৩ হাজার ৯৭০ কিলোমিটার দীর্ঘ এই পদযাত্রা ভারতজুড়েই আলোড়ন সৃষ্টি করেছে। প্রতিটি রাজ্যেই ভারত জোড়ো যাত্রায় যোগ দেন লাখো মানুষ।
সোমবার শেষ হতে যাচ্ছে এই যাত্রা। আর তাই শেষ দিনে যাত্রায় যোগ দিতে ভারতের ২১টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে কংগ্রেস। এরই মধ্যে আমন্ত্রণ গ্রহণ করেছে শারদ পাওয়ারের এনসিপি, নিতিশ কুমারের ইউনাইটেড, উদ্ধব ঠাকরের শিব সেনা, ফারুক আবদুল্লাহ ও মেহবুবার দল। তবে কংগ্রেসের এই যাত্রায় আমন্ত্রণ পেলেও অংশ নিচ্ছে না মমতার তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, টিডিপিসহ বেশ কয়েকটি দল।
আরও পড়ুন: ভারত জোড়ো যাত্রা ভালোবাসার দোকান, শত্রুতার বাজার নয়: রাহুল গান্ধী
এদিকে ভারত জোড়ো যাত্রার শেষ দিনে যাতে কোনো অঘটন না ঘটে তাই কাশ্মীরজুড়ে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। কংগ্রেস থেকেও রাহুল গান্ধীর নিরাপত্তা জোরদার করতে কেন্দ্রীয় বিজেপি সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। শেষ দিনে কংগ্রেসের শীর্ষ নেতারাও এই যাত্রায় অংশ নেবেন বলে জানা গেছে।
]]>




