খেলা

শুটিংস্পটে দগ্ধ অভিনেত্রী আঁখির অবস্থা আশঙ্কাজনক

<![CDATA[

রাজধানীর মিরপুরে শুটিংস্পটে দগ্ধ ছোট পর্দার অভিনেত্রী শারমিন আঁখির (২৭) অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। শ্বাসনালীসহ তার শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন রয়েছেন তিনি।

শনিবার (২৮ জানুয়ারি) বেলা ২টার দিকে দগ্ধ হওয়ার পর ওইদিন সন্ধ্যায়ই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন বলেন, ‘শ্বাসনালীসহ তার শরীরের ৩৫ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশংকাজনক। তবে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তার চিকিৎসা করছি।’

আরও পড়ুন: তৌসিফের ‘বউ বোঝে না’

এদিকে পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) পারভেজ ইসলাম জানান, ‘প্রাথমিকভাবে জানা গেছে, বাথরুমে সিগারেট ধরানোর সঙ্গে সঙ্গে সেখানে একটি বিস্ফোরণ হয়েছে। এতে শারমিন নামে ওই তরুণী দগ্ধ হয়েছে। বিষয়টি আরও তদন্ত করে দেখছি।’

হাসপাতালে শারমিনের স্বামী নির্মাতা রাহাত কবির জানান, তারা পল্লবী স্যান্ড হাউজিংয়ে থাকেন। শনিবার সকালে তিনি নিজেই শারমিনকে মিরপুর-১১, কালশি রোড এপেক্স শোরুমের পাশের একটি সুটিংস্পটে নামিয়ে দিয়ে তার কাজে চলে যান। এরপর দুপুরে তিনি খবর পান, সেখানেই দগ্ধ হয়েছেন শারমিন। পরে তিনি তাকে সেখান থেকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে সন্ধ্যায় তাকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। তার দুই হাতের সম্পূর্ণ, দুই পা, মুখমন্ডল ও মাথার একপাশ দগ্ধ হয়েছে।

আরও পড়ুন: জাতীয় চলচ্চিত্র দিবসে এফডিসিতে নানা আয়োজন

শারমিনের বরাত দিয়ে তিনি জানান, দুপুরে শারমিন মেকআপ রুমে ঢুকেন। মেকআপ রুমের ভেতরেই টয়লেট। সেখানে হেয়ার স্টেট দিয়ে চুল ঠিক করার পর ফ্লাগ খুলতেই একটি স্পার্ক হয়। এরপরই বিস্ফোরণ হয়। তার ধারণা, ঘটনার আগে মেকআপ রুমে কেউ বডি স্প্রে ব্যবহার করতে পারে। যা সেখানকার বাতাসে ছিলো। এর কারণেও বিস্ফোরণের সূত্রপাত হতে পারে। এছাড়া শুটিং হাউজটি সম্পূর্ণ নতুন এবং সবেমাত্র রঙ করা। সেখানে রঙের প্রচুর গন্ধও ছিলো। মেকআপ রুমে তিনি ধুমপান করছিলেন কি-না এমন প্রশ্নের জবাবে রাহাত জানান, তার জানামতে শারমিন ধূমপান করেন না।

নোয়াখালির সোনাইমুড়ি উপজেলার মো. শাহবুদ্দিনের মেয়ে শারমিন। ৩-৪ বছর আগে তার বিয়ে হয়েছে। তার স্বামীর বাড়ি চট্টগ্রাম আকবর শাহ। এক দশকেরও বেশি সময় ধরে অভিনয় করছেন শারমিন আঁখি। চট্টগ্রামে বেড়ে ওঠা আঁখি’র মঞ্চে যাত্রা শুরু অরিন্দম নাট্য সম্প্রদায়ের মধ্য দিয়ে। এই দলের নিয়মিত প্রযোজনা তারাশংকর বন্দ্যোপাধ্যায়ের ‘কবি’ নাটকের মূল চরিত্র ‘বসন’ করেই আলোচনায় আসেন তিনি। পরবর্তীতে টিভি নাটকে কাজ করেও আলোচনায় ছিলেন তিনি।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!