যুক্তরাষ্ট্র-ইউরোপ ভ্রমণে তুরস্কের সতর্কতা জারি
<![CDATA[
তুরস্ক তাদের নাগরিকদের জন্যে যুক্তরাষ্ট্র ও ইউরোপ ভ্রমণে সতর্কতা জারি করেছে।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানায়, শনিবার (২৮ জানুয়ারি) তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসলামবিদ্বেষ ও বর্ণবাদী হামলার আশঙ্কার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বড় দেশগুলোতে তুরস্কের নাগরিকদের গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র ও গণজমায়েত এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।
এক বিবৃতিতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নাগরিকদের ওইসব দেশে শান্তভাবে কাজ করার পরামর্শ দেয়া হয়েছে। এছাড়া যেসব এলাকায় বিক্ষোভ তীব্র হতে পারে সেইসব এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দেয়া হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, সাম্প্রতিক সময়ে ইসলামবিরোধী এবং বর্ণবাদী কার্যকলাপ বেড়ে যাওয়ায় ইউরোপে ভ্রমণ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
আরও পড়ুন: কোরআন অবমাননা: সুইডেনকে সমর্থন না দেয়ার ঘোষণা তুরস্কের
এর আগে শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স ও ইতালিসহ আঙ্কারার বেশ কয়েকটি দূতাবাস তুরস্কে তাদের নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করে। ধারনা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো তুরস্কের জন্যে ভ্রমণ সতর্কতা জারি করায় আঙ্কারা প্রতিশোধমূলক একই পদক্ষেপ নিয়েছে।
সম্প্রতি সুইডেনের রাজধানী স্টকহোম ও ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে তুরস্ক দূতাবাসের সামনে কট্টর ডানপন্থীদের পবিত্র কোরআন শরীফ পোড়ানোর ঘটনা ঘটে। এই ঘটনায় সুইডেনকে ন্যাটোর সদস্যপদ পেতে সমর্থন না দেয়ার ঘোষণা দিয়েছে তুরস্ক।
]]>




