বাংলাদেশ

বেনাপোল সিঅ্যান্ডএফ ব্যবসায়ীদের কর্মবিরতি

<![CDATA[

জাতীয় রাজস্ব বোর্ডের লাইসেন্সিং বিধিমালা: ২০২০ সংশোধনসহ বিভিন্ন দাবিতে ৩০ ও ৩১ জানুয়ারি কর্মবিরতির ডাক দিয়েছে ফেডারেশন অব বাংলাদেশ সিঅ্যান্ডএফ ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশন।

এ কর্মবিরতিতে বেনাপোলসহ দেশের সবকটি বন্দরে ব্যবসায়ীরা কর্মবিরতি পালন করবেন। এসময় আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধসহ কাস্টমসের পণ্য খালাস কার্যক্রম বন্ধ রাখবেন সিঅ্যান্ডএফ ব্যবসায়ীরা।

আরও পড়ুন: রমজানে সরবরাহ স্বাভাবিক রাখতে বেনাপোলে বাড়ছে আমদানি

রোববার (২৯ জানুয়ারি) ফেডারেশন অব বাংলাদেশ সিঅ্যান্ডএফ ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শামছুর রহমান সময় সংবাদকে কর্মবিরতির বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে লাইসেন্স বিধিমালা সংশোধনের দাবিতে গত সপ্তাহে সংবাদ সম্মেলন ডাকে ফেডারেশন অব বাংলাদেশ সিঅ্যান্ডএফ ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশন।

আরও পড়ুন: বেনাপোলে সোনা ফেলে পালাল ওরা

অ্যাসোসিয়েশনের সভাপতি শামছুর রহমান জানান, লাইসেন্সিং বিধিমালা: ২০২০ সংশোধনের জন্য কর্তৃপক্ষকে একাধিকবার অনুরোধ জানালেও তারা আমলে নেয়নি। অ্যাসোসিয়েশনের সবার মতামত নিয়ে যৌক্তিক দাবি আদায়ে এই কর্মবিরতির ডাক দেয়া হয়েছে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টের সাধারণ সম্পাদক ইমদাদুল হক লতা জানান, বেনাপোল কাস্টমসের সামনে সিঅ্যান্ডএফ সদস্যরা অবস্থান নিয়ে শান্তিপূর্ণ পরিবেশে ব্যবসায়ীরা এ কর্মবিরতি পালন করবে।

আরও পড়ুন: রমেক হাসপাতাল পরিচালকের অপসারণ দাবিতে কর্মচারীদের কর্মবিরতি

এদিকে দুই দিনের এ কর্মবিরতিতে সরকার প্রায় ৫০ কোটি টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত হবে ধারণা করছেন সাধারণ ব্যবসায়ীরা।

এছাড়া আমদানি রফতানি বন্ধ থাকায় ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন উল্লেখ করে দ্রুত এ সমস্যা সমাধানের মাধ্যমে বাণিজ্য সচলের আহ্বান জানান তারা।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!