মেসি-নেইমারকে নিয়ে মাঠে নামছে পিএসজি
<![CDATA[
লিগ ওয়ানের খেলায় কিছুক্ষণ পরে মুখোমুখি হচ্ছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও স্টেড ডি রেঁস। ম্যাচটির শুরুর একাদশে পিএসজির হয়ে মাঠে নামবেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি, ব্রাজিলের নেইমার জুনিয়র এবং ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পেসহ অনেকে। ফলে মাঠে এই ত্রয়ীর ফুটবল শৈলী দেখতে মুখিয়ে থাকবেন ভক্তরা।
রোববার (২৯ জানুয়ারি) দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে মুখোমুখি হবে পিএসজি ও রেঁস। আগের ম্যাচে বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি ছুটিতে থাকলেও রেঁসের বিপক্ষে তিনি খেলবেন নেইমার-এমবাপ্পের সঙ্গে।
আরও পড়ুন: বড় ধাক্কা খেল বার্সেলোনা
এই মুহূর্তে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে পিএসজি। ১৯ ম্যাচ থেকে ১৫ জয়, ২ ড্র ও ২ হার নিয়ে ক্লাবটির পয়েন্ট ৪৭। অন্যদিকে প্রতিপক্ষ রেঁসের অবস্থান অনেক পিছনে। দলটি রয়েছে তালিকার ১২তম স্থানে। সমান ম্যাচ খেলে মাত্র ৫ জয়, ১০টি ড্র ও ৪ হার নিয়ে রেঁসের পয়েন্ট ২৫।
পিএসজি একাদশ
জিয়ানলুইগি ডোনারুম্মা (গোলরক্ষক), মার্কুইনহোস, সার্জিও রামোস, জুয়ান বার্নাট, আশরাফ হাকিমি, ভিতিনহা, কার্লোস সোলার, ফ্যাবিয়ান রুইজ, লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও নেইমার।
আরও পড়ুন: বাফুফের নারী ক্যাম্পে জাপানি বংশোদ্ভূত ফুটবলার
রেঁস একাদশ
ইয়েভান ডিউফ (গোলরক্ষক), ইউনুস আবদেল হামিদ, ইমানুয়েল আগবাদু, থিবল্ট ডি স্মেট, টমাস ফোকেট, জেনস ক্যাজুস্ট, মার্শাল মুনেতসি, আজর মাতুসিওয়া, ফোলারিন বালোগুন, অ্যালেক্সিস ফ্লিপস ও জুনিয়া ইতো।
]]>




