ঢাকাকে সহজেই হারাল রংপুর
<![CDATA[
সিলেট পর্বের ম্যাচে পয়েন্ট টেবিলের একদম তলানিতে থাকা ঢাকা ডমিনেটরসের মুখোমুখি হয়েছিল চার নম্বরে থাকা রংপুর রাইডার্স। জয় পেলেই প্লে অফে জায়গা পাকা করার লড়াইয়ে অবস্থানটা আরেকটু মজবুত হতো তাদের। সুযোগ নষ্ট করেনি নুরুল হাসান সোহানের দল।
সোমবার (৩০ জানুয়ারি) দিনের প্রথম খেলায় ঢাকার বিপক্ষে জয় পেয়েছে রংপুর। এদিন টস জিতে ঢাকাকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় রংপুর। ব্যাট করতে নেমে উসমান গনির ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৪ রান করে নাসির হোসেনের দল। জবাবে ব্যাট করতে নেমে শেখ মেহেদী হাসানের দারুণ অর্ধশতকে ভর করে ৫ উইকেট জয় পায় রংপুর।
রংপুরের বিপক্ষে প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুতেই মহাবিপদে পড় নাসির হোসেনের দল। দলীয় ২৮ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ঢাকা। তবে সেখান থেকে দলকে সামলে নেন ২৬ বছর বয়সী আফগান ব্যাটসম্যান উসমান গনি।
আরও পড়ুন:গনির কল্যাণে লড়াইয়ের পুঁজি পেল ঢাকা
গনির ৫৫ বলে অপরাজিত ৭৩ রানের ইনিংসটি সাজানো ছিল ৭ চার ও ৩ ছক্কায়। গনি ছাড়া ঢাকার হয়ে কেউই ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি। অধিনায়ক নাসির করেছেন ২২ বলে ২৯ রান। আর মিথুনের ব্যাট থেকে আসে ১৪ রান।
রংপুরের হয়ে দারুণ বোলিং করেছেন মেহেদী হাসান এবং রকিবুল হাসান। দুজনই একটি করে উইকেট পেলেও তাদের ইকোনমি ছিল দারুণ। আর আজমতুল্লাহ ওমরজাই পেয়েছেন ২ উইকেট।
]]>




