বাংলাদেশ

নতুন গান নিয়ে এলেন সেই সুমি শবনম

<![CDATA[

সারা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষের কাছে তুমুল জনপ্রিয় ‘ভাল্লাগে’ গানের পর ‘আইলসা লাগে’ শিরোনামের নতুন গান নিয়ে দর্শক মাতাতে এলেন কণ্ঠশিল্পী সুমি শবনম।

আবার মাঠ কাঁপাতে চলেছেন হালের দর্শকপ্রিয় এ কণ্ঠশিল্পী। এবারও গানটির মডেল হিসেবে থাকছেন নাট্যাভিনেতা নয়ন বাবু। তার সঙ্গী এবার মডেল-অভিনেত্রী শায়লা সাথী।

গানটিতে আরও অভিনয় করেছেন আনোয়ার, বাদল শহীদ, খায়রুল আলম, বিজয় দত্ত, রাজু, সাইফুল, লতিফ খান, হেদায়েত উল্লা তুর্কি, বিজয়, আশরাফুলসহ অনেকে।

সোমবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় গেট টুগেদার অনুষ্ঠানের মাধ্যমে সৃষ্টি মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়।

আরও পড়ুন: লস অ্যাঞ্জেলেসে যাচ্ছে একঝাঁক তারকা

নতুন গানটি প্রসঙ্গে সুমি শবনম বলেন, ‘ভাল্লাগে গানটি পৃথিবীব্যাপী বাংলাভাষী মানুষের কাছে জনপ্রিয়তা পাওয়ার পর ভালো আরেকটি গান গাওয়ার অপেক্ষায় ছিলাম। ছয় মাস সময় নিয়ে সৃষ্টি মাল্টিমিডিয়ার ব্যানারে আমার দ্বিতীয় গানটি প্রকাশ পেয়েছে। আমি আমার দর্শকের চাহিদার কথা মাথায় রেখে এ কাজটি করেছি। আশা করছি, আগের মতোই নতুন গানটি সবার ভালো লাগবে।’

গানটির মডেল নয়ন বাবু বলেন, ‘আমি মিউজিক ভিডিও কম করি। গান পছন্দ হলেই করি। সুমি আপার এ গানটি আমার কাছে মনে হয়েছে বাংলা ভাষা মানুষের আরেকটি চমক। আশা করি, কেউ নিরাশ হবে না।’

মিউজিক ভিডিওতে নতুন লুক নিয়ে দর্শকের উদ্দেশে নয়ন বলেন, ‘আগের গানে কোঁকড়া চুলের লুকে দর্শক আমাকে বেশ পছন্দ করেছে। তবে এবার ব্যতিক্রমী আরেকটি লুকে হাজির হয়েছি। আমি একেক গানে একেকটি লুকে আসতে স্বাচ্ছন্দ্যবোধ করি। আমার বিশ্বাস, এ লুকটিও সবার ভালো লাগবে।’

গানটির কোরিওগ্রাফার ও পরিচালক হাবিবুর রহমান বলেন, ‘আমার কাছে মনে হয়েছে এ গানটি ভাল্লাগে গানের মতো সব দর্শক পছন্দ করবে। তিন দিনের শুটিংয়ে যত্ন নিয়ে তৈরি করা হয়েছে। আশা রাখি, ২০২৩ সালের অন্যতম একটি কাজ হবে এ গান।’

আরও পড়ুন: মজা শুরু করা যাক: শ্রাবন্তী

গানটির অন্যতম মডেল শায়লা সাথী বলেন, “এটি আমার ক্যারিয়ারের প্রথম মিউজিক ভিডিও। গানটি ভালো লাগায় কাজটি করা। এ গানে নিজেকে ব্যতিক্রমভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। গানটি প্রকাশ্যে আসতে অনেকেই প্রশংসা করেছে। আশা করছি, সবশ্রেণির দর্শকের পছন্দ করার মতো একটি কাজ ‘আইলসা লাগে’।”

গানটি লিখেছেন ও সুর করেছেন মোহাম্মদ আকরাম হোসাইন। সংগীত পরিচালনা করেছেন সজিব দাস। কোরিওগ্রাফিতে ছিলেন হাবিবুর রহমান।

কলাকুশলীদের মধ্যে ক্যামেরায় ছিলেন সানি খান আর মেকআপ আর্টিস্ট ছিলেন দিগন্ত ওয়াহিদ। সম্পাদনা ও কালার বিন্যাসের দায়িত্বে ছিলেন এস এম তুষার। নতুন গানটিতে আর্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছেন বাদল শহীদ।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!