সরকার পতনের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে ভৈরব থেকে শুরু হওয়া বিএনপির রোডমার্চের গাড়িবহর দীর্ঘ যানজট পেরিয়ে দুপুর আড়াইটায় হবিগঞ্জে এসে পৌঁছেছে।
এর আগে, বেলা সাড়ে ১১টায় ভৈরব বাসস্ট্যান্ডের দুর্জয় মোড় থেকে সিলেটের উদ্দেশে রোডমার্চ শুরু হয়। যেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী সিলেটের উদ্দেশে যাত্রা করেন।
কিন্তু শান্তিনগর বাসস্ট্যান্ডে আসতেই তীব্র যানজটের মুখে পড়ে গাড়িবহর। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা নেতাকর্মীরা গাড়িবহরকে লক্ষ্য করে স্লোগান দিতে থাকেন। হাত নেড়ে সায় দেন গাড়িবহরে থাকা বিএনপির শীর্ষস্থানীয় নেতারা।
ভৈরব থেকে হবিগঞ্জ পর্যন্ত রাস্তার বিভিন্ন মোড়ে অবস্থান নেন বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মী। স্লোগানে স্লোগানে তারা মুখর করে তোলেন সড়কপথ। এতে স্বল্প সময়ের জন্য কিছু কিছু জায়গায় লাগে যানজট। পুলিশের সহযোগিতায় গাড়িবহরটি যানজট পেরিয়ে এগিয়ে যায় সামনের দিকে। দুপুর আড়াইটায় গাড়িবহর এসে পৌঁছে হবিগঞ্জে।
স্থানীয় নেতারা জানান, ভৈরব বাসস্ট্যান্ড থেকে শুরু হওয়া রোডমার্চ ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ও মৌলভীবাজারের শেরপুর হয়ে বিকেলে সিলেটে গিয়ে পৌঁছবে। এরপর সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে বিকেল সাড়ে ৪টায় সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হবে।