Dhaka (ঢাকা)

বনানীতে ফুটপাতের দুই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ

রাজধানীর বনানী এলাকায় রাস্তা ও ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

আজ সোমবার দুপুরে ডিএনসিসির ১৯ নম্বর ওয়ার্ডের বনানী ১৭, ১৭/এ, ১৮, ১৯, ১৯/এ, ও ২৫ নম্বর রোডে ও দুই পাশের ফুটপাত দখল করে রাখা দুই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ অভিযান করে প্রায় দুই কিলোমিটার রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করা হয়। এ সময় ডিএনসিসির ফুটপাত অবৈধভাবে দখল করায় ৫টি মামলায় ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান পরিচালনা করেন অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়ন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট রাখী আহমেদ।

মো. জুলকার নায়ন বলেন, সাধারণ মানুষের ভোগান্তি দূর করতে এবং শৃঙ্খলা নিশ্চিত করতে রাস্তা ও ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!