চাকরি

৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ৪

৪৬তম বিসিএসে আবেদন করেছেন ৩ লাখ ২৫ হাজার ৬০৮ জন। প্রার্থীদের প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির জন্য প্রথম আলো বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে। নিয়মিত আয়োজনের চতুর্থ পর্বে আজ আন্তর্জাতিক বিষয়াবলি বিষয়ের ওপর মডেল টেস্ট প্রকাশ করা হলো।

১. কোন মতবাদ সুখবাদ ও বুদ্ধিবাদের মধ্যে সমন্বয় সাধন করে?
ক. পূর্ণতাবাদ
খ. উপযোগবাদ
গ. বিচারবাদ
ঘ. কোনোটিই নয়

২. কোন প্রণালিটি এশিয়াকে ইউরোপ থেকে বিচ্ছিন্ন করেছে?
ক. হরমুজ প্রণালি
খ. জিব্রাল্টার প্রণালি
গ. বেরিং প্রণালি
ঘ.  বসফরাস প্রণালি

৩. জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে সভাপতিত্ব করেন কে?
ক. কাসাবা কোরেসি, হাঙ্গেরি
খ. অ্যান্টনি ব্লিংকেন, যুক্তরাষ্ট্র
গ. আবদুল্লাহ শহীদ, মালদ্বীপ
ঘ. ডেনিস ফ্রান্সিস, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো

৪. হায়ারোগ্লিফিক কোন সভ্যতার প্রাচীন লিখন পদ্ধতি?
ক.  মিশরীয়
খ. সুমেরীয়
গ. পারস্য
ঘ. ইনকা

৫. সম্প্রতি পশ্চিম আফ্রিকার কোন দেশটিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন স্থগিত করা হয়েছে?
ক. নাইজার
খ. বেনিন
গ. মালি
ঘ. সিয়েরালিওন

৬. কোন চুক্তির ফলে ইউরোপে ৩০ বছরব্যাপী যুদ্ধের পরিসমাপ্তি ঘটে?
ক. অসলো চুক্তি
খ.  ওয়েস্টফালিয়া চুক্তি
গ. ডেটন চুক্তি
ঘ. ক্যাম্প ডেভিড চুক্তি

৭. মানবাধিকারবিষয়ক জাতিসংঘের সর্বজনীন ঘোষণার ৭৫ বছর পূর্তি হয় কবে?
ক. ১০ ডিসেম্বর ২০২৩
খ. ৮ ডিসেম্বর ২০২৩
গ. ১০ ডিসেম্বর ২০২২
ঘ. ৮ ডিসেম্বর ২০২৩

৮. আন্তর্জাতিক আদালতের বিচারকগণ কত বছরের জন্য নিয়োগ প্রাপ্ত হয়?
ক. ৫ বছর
খ.  ৯ বছর
গ. ১১ বছর
ঘ. ১৫ বছর

৯. আন্তর্জাতিক ওজোনস্তর সংরক্ষণ দিবস পালিত হয় কবে?
ক. ২৩ মার্চ
খ. ২২ এপ্রিল
গ. ২৯ জুলাই
ঘ. ১৬ সেপ্টেম্বর

১০. বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্যদেশ হিসেবে সদস্যপদ লাভ করে কত সালে?
ক. ১৭ সেপ্টেম্বর ১৯৭৪
খ. ২৫ সেপ্টেম্বর ১৯৭৪
গ. ১৭ অক্টোবর ১৯৭২
ঘ. ২৫ নভেম্বর ১৯৭৫

১১. ওপেকের (OPEC) সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. জেদ্দা, সৌদিআরব
খ.  ভিয়েনা, অস্ট্রিয়া
গ. দোহা, কাতার
ঘ. কুয়েত সিটি, কুয়েত

১২. ৪৩তম আসিয়ান সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয় কোথায়?
ক. বেইজিং, চীন
খ. ভিয়েনা, অস্ট্রিয়া
গ. জাকার্তা, ইন্দোনেশিয়া
ঘ. মিনস্ক, বেলারুশ

১৩. বাংলাদেশ কত সালে কার্টাগেনা প্রটোকলে স্বাক্ষর করে?
ক.  ২০০০
খ. ২০০১
গ. ২০০৩
ঘ. ২০০৪

১৪. ২০২৩ সালের ১৮তম জি-২০ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
ক. দিল্লি, ভারত
খ. বেইজিং, চীন
গ. অটোয়া, কানাডা
ঘ. ব্রাসিলিয়া, ব্রাজিল

১৫. বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ১৩তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন ২০২৪ কোথায় অনুষ্ঠিত হবে?
ক. বেইজিং, চীন
খ. প্যারিস, ফ্রান্স
গ. আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত
ঘ. জেনেভা, সুইজারল্যান্ড

১৬. ১৩তম বিশ্বকাপ ক্রিকেট ২০২৩-এ চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
ক. ভারত
খ. অস্ট্রেলিয়া
গ. নিউজিল্যান্ড
ঘ. দক্ষিণ আফ্রিকা

১৭. এশিয়া প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) ২০২৩ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে?
ক. সানফ্রান্সিকো, যুক্তরাষ্ট্র
খ. জেনেভা, সুইজারল্যান্ড
গ. টোকিও, জাপান
ঘ. ভিয়েনা, অস্ট্রিয়া

১৮. ২০৩৪ সালে ২৫তম বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ কোনটি?
ক. ওমান
খ. সৌদি আরব
গ. কাতার
ঘ. সংযুক্ত আরব আমিরাত

১৯. চীন কত সাল নাগাদ বিশ্বশাসনের কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়ার সময়সীমা ঘোষণা করেছে?
ক. ২০৪৭
খ. ২০৪৮
গ. ২০৪৯
ঘ. ২০৫০

২০.‘জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র’ কোথায় অবস্থিত?
ক.  ইউক্রেন
খ.  রাশিয়া
গ. ইরান
ঘ. জার্মানি

মডেল টেস্ট ৪ -এর উত্তর

১. ক। ২. ঘ। ৩. ঘ। ৪. ক। ৫. গ। ৬. খ। ৭. ক। ৮. খ। ৯. ঘ। ১০. ক।

১১. খ। ১২. গ। ১৩. ক। ১৪. ক। ১৫. গ। ১৬. খ। ১৭. ক। ১৮. খ। ১৯. গ। ২০. ক ।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!