বিনোদন
ভালোবাসা দিবসের আগে ‘বিশেষ মানুষের’ নাম জানালেন অপু
বিশ্ব ভালোবাসা দিবসের আগেই নিজের মনের কথা প্রকাশ করলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। হঠাৎ অপুর এমন কথায় নেটিজেনরা পাচ্ছে রহস্যের আভাস।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু বলেন, নিন্দুকরা আমায় সব সময় বলে, আমি শাকিব শাকিব করি। এসময় কোনো কথা না পেঁচিয়ে সরাসরিই অপু প্রশ্ন রেখে বলেন, আমি কেন শাকিব শাকিব করব না বলুন?
অধিকারবোধ থেকে অপু বলেন, আমি আর শাকিব দুজনেই ক্যারিয়ারে দুজনকে সাপোর্ট করেছি। আমার এ পর্যন্ত আসার পেছনে ওর অবদান অনেক।
অপু আরও বলেন, শাকিব আমার সন্তানের বাবা। আমার আত্মবিশ্বাস আর নির্ভরতার আরেক নাম শাকিব। তাই আমি সব সময় শাকিব শাকিব করি। আসলে আমি শাকিব ছাড়া অন্য নাম শিখিইনি।
একটু হেসেই অপু এসময় বলেন, আমি তো অন্য কারো নাম জড়াতে পারব না। নিন্দুকরা, দুঃখ হোক, কষ্ট হোক দয়া করে এটা মেনে নেবেন— শাকিব নামটাই আমার মুখে সবসময় থেকে যাবে।
অপু এমন সোজা সাপটা মন্তব্যে রহস্যের আভাস পাচ্ছেন নেটিজেনরা। কারণ মিডিয়ায় শাকিব-অপু দুজনেই একে অন্যের প্রতি ইতিবাচক মন্তব্য করছেন। যা শাকিব-অপুর সম্পর্ক আরও গভীরতার দিকেই ইঙ্গিত দেয়। তাই মিডিয়ায় রহস্য রেখে আবারও একে অন্যের প্রেমে পড়লেন কিনা, এখন সেটি জানার অপেক্ষাতেই দিন গুনছেন ভক্ত ও নেটিজেনরা।