মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, ভারতের কাছ থেকে যা কিছু অর্জন তা আওয়ামী লীগ সরকারের সময়েই হয়েছে। সমুদ্রসীমা ও ছিটমহলসহ ভারত থেকে যা কিছু আদায় হয়েছে, সেটি আওয়ামী লীগ সরকারই করেছে। এবারের সফরেও অনেক কিছু অর্জন হবে।
বিএনপির সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি শুধু ভারতকে সবকিছু দিয়ে গেছে, কিছু আদায় করতে পারেনি।
পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর বাতিলের বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, কিছুটা অসুস্থ থাকলে অফিস করা যায়, কিন্তু এত হাই লেভেল ভিজিট সম্ভব নয়। তিনি অসুস্থতার কারণেই প্রধানমন্ত্রীর সঙ্গে ভারত সফরে যাননি।
এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন, বিএনপি একটি অগণতান্ত্রিক দল। যে দলের জন্মই হয়েছে অগণতান্ত্রিক উপায়ে অস্ত্র উঁচিয়ে, সেই দলের মুখে গণতন্ত্র শোভা পায় না।