রাজনীতি

২০২২ সালে সরকারের পতন হবে: বুলু

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, জিয়া পরিবারকে ভয় পায় বলেই তাদের নামে মামলা দিয়েছেন সরকার। ২০ হাজার কর্মীকে গুম, লাখ লাখ মামলা থাকার পরেও ৪৬ বছরে বিএনপির সফলতা এখনও আকাশচুম্বী। আমার নামেই ১৩৬টি মামলা চলমান। শেখ হাসিনার পর কে নেতা হবে সেটা আওয়ামী লীগের জানা নেই।

সোমবার (৫ সেপ্টেম্বর) লালমনিরহাট জেলা যুব দলের দ্বি-বার্ষিক সম্মেলনের অনুষ্ঠানের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।


বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেন, ২০২২ সালে এই সরকারের পতন হবে। সাধারণ মানুষ ধানের শীষে ভোট দিয়ে খালেদা জিয়াকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসবে। রাজপথে যুব দল আছে, ভবিষ্যতেও থাকবে।  প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু এসব কথা বলেছেন।
 

তিনি আরও বলেন, বিশ্ববাজারে তেলের দাম কমে আর শেখ হাসিনা সরকার বাড়ায়। দেশের প্রতি মানুষের ভালবাসা নেই বলে, কৌশলে সারের দাম, পরিবহন ভাড়া বাড়িয়েছে সরকার। কুয়ালালামপুর সরকারের মন্ত্রী এমপিরা সেকেন্ড হোম তৈরি করেছেন, সুইচ ব্যাংকের কোটি কোটি টাকা লুণ্ঠন করেছেন, সেজন্যই তার বলে দেশের মানুষতো বেহেস্ত আছেন। বর্তমানের আওয়ামী লীগের পুনর্জন্ম দিয়েছে জিয়াউর রহমান। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমান। সাধারণ মানুষের মৌলিক অধিকার ফিরে দিয়েছে শহীদ জিয়া। গার্মেন্টস শিল্পে, পোল্ট্রি শিল্প, ঘের দিয়ে মাছ চাষ, খাল কাটার বিপ্লবী কাজ করেছেন জিয়া। উপবৃত্তি, বিনামূল্যে বই বিতরণের কাজ শুরু করেছেন বেগম খালেদা জিয়া।

সম্মেলনের উদ্বোধক ছিলেন জাতীয়তাবাদী যুব দলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। বিশেষ অতিথি ছিলেন বিএনপি রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, জাতীয়তাবাদী যুব দলের সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না। যুব দলের সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান, সহ-সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধানসহ জেলা শাখার অন্যান্য নেতারা বক্তৃতা করেন।
 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!