বিনোদন

ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ

<![CDATA[

কিশোরগঞ্জের ভৈরবে ভুল চিকিৎসায় তাহমিনা (২১) নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। শহরের নিউ টাউন এলাকার স্বদেশ হাসপাতালে এ ঘটনা ঘটে। নিহত প্রসূতি উপজেলার মিরারচর গ্রামের মো. রফিকুল ইসলামের কন্যা।

এ ঘটনায় নিহতের স্বজনরা বুধবার ( ৭ সেপ্টেম্বর) বিকেলে হাসপাতালটি ঘেরাও করে। এতে হাসপাতালের মালিক পক্ষের লোকজন নিহতের স্বজনদের উপর চড়াও হয়। একই সঙ্গে তাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করারও অভিযোগ উঠেছে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

নিহতের পরিবারের  অভিযোগ, মো. জাকির হোসেন নামে স্থানীয় এক দালালের মাধ্যমে নিহত তাহমিনা বেগমকে গত রোববার বিকেলে সিজারিয়ান অপারেশনের জন্য স্বদেশ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সন্ধ্যার দিকে তাহমিনা সিজারের মাধ্যমে একটি পুত্র সন্তান জন্ম দেয়। এ সময় নবজাতকের মায়ের শারীরিক অবস্থা ভালো নয় বলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করে। ঢাকায় নেবার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে নবজাতক শিশুটি সুস্থ  আছে।

 

নিহতের স্বজনদের অভিযোগ, হাসপাতালে ভুল চিকিৎসার কারণে তাহমিনার মৃত্যু হয়েছে। আর হাসপাতালেই তার মৃত্যু হয়। বিষয়টি ধামাচাপা দিতেই তড়িঘড়ি করে হাসপাতাল কর্তৃপক্ষ তাহমিনাকে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করে।

 

আরও পড়ুন: টাঙ্গাইলে ভুল চিকিৎসায় নবজাত‌কসহ প্রসূতি মৃত্যুর অভিযোগ

 

নিহতের বাবা মো. রফিকুল ইসলাম জানায়, ঘটনার পর দিন গত সোমবার মেয়ের মরদেহ দাফন করে বুধবার বিকেলে তারা হাসপাতালে এলে মালিকপক্ষের লোকজন তাদের উপর চড়াও হয়। বিষয়টি নিয়ে কথা বলায় তাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এছাড়াও বিষয়টি নিয়ে কেউ কথা বললে অবস্থা খুব খারাপ হবে বলে হুমকি দেয়।

 

এ বিষয়ে স্বদেশ হাসপাতালের পরিচালক মো. মাজহারুল ইসলামের কাছে জানতে চাইলে কোন কথা বলতে রাজি হননি তিনি।

 

হাসপাতালে উপস্থিত ভৈরব থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) কায়সার আহমেদ বলেন বিষয়টি অবহিত হয়েছি লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!