সাক্ষাৎকারে মোদির প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প
<![CDATA[
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসায় পঞ্চমুখ সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, মোদি একজন দারুণ মানুষ। তিনি দুর্দান্ত কাজ করছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে মোদির প্রশংসা করেন মার্কিন এ রাজনীতিক।
খবরে বলা হয়, নিউইয়র্কের বেডমিনস্টারে গল্ফ ক্লাবে সম্প্রতি এনডিটিভিকে সাক্ষাৎকার দেন ট্রাম্প। সেখানে ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের পাশাপাশি মোদির সঙ্গে নিজের সম্পর্ক ও নিজের রাজনীতি নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।
মোদির ব্যাপারে ট্রাম্প বলেন, ‘তিন একজন দারুণ মানুষ। তিনি দুর্দান্ত কাজ করছেন।’ ভারতের সঙ্গে তার সম্পর্কের বিষয়ে তিনি বলেন, আমার চেয়ে ভালো বন্ধু ভারতের কখনও কেউ ছিল না।
বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন বা সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার চেয়ে ভারতের সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল কিনা জানতে চাইলে ট্রাম্প বলেন, এটা (জানতে) আপনাকে প্রধানমন্ত্রী মোদিকে জিজ্ঞেস করতে হবে। তবে আমার মনে হয় না, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ভারতের সম্পর্ক যত ভালো তা অন্য কারো বেলায় ছিল।’
আরও পড়ুন: ট্রাম্পের বাড়ি থেকে জব্দ হওয়া নথিতে চাঞ্চল্যকর তথ্য
আবারও প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন কিনা-এমন প্রশ্নের জবাবে ট্রাম্প ইতিবাচক ইঙ্গিত দেন। বলেন, ‘সবাই চাইছে, আমি নির্বাচনে লড়ি। এখন পর্যন্ত জনমত জরিপেও আমি এগিয়ে আছি। খুব শিগগিরই এ ব্যাপারে সিদ্ধান্ত নেব আমি।’
গত (২০২০) প্রেসিডেন্ট নির্বাচনে যুক্তরাষ্ট্রে ভারতীয়দের সমর্থন পাওয়া নিয়েও সাক্ষাৎকারে কথা বলেন ট্রাম্প। ওই নির্বাচনের কয়েক মাস আগে যুক্তরাষ্ট্রে টেক্সাসে বিশাল এক জনসভায় ট্রাম্পের পাশে দাঁড়িয়ে তার হয়ে ভোটের প্রচার করেন মোদি।
আরও পড়ুন: নির্বাচনে আর লড়তে চান না হিলারি
বিষয়টি স্মরণ করে ট্রাম্প বলেন, ‘ভারত ও প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আমার দারুণ সম্পর্ক ছিল। আমরা বন্ধু ছিলাম এবং এখনও আছি।’
]]>




