জালিয়াতি, অর্থপাচার মামলায় অভিযুক্ত ট্রাম্পের সাবেক উপদেষ্টা
<![CDATA[
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ উপদেষ্টা স্টিভ ব্যাননকে জালিয়াতি, অর্থপাচার ও মেক্সিকো সীমান্তে সীমানা প্রাচীর নির্মাণের ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) নিউইয়র্কের ম্যানহাটন আদালতে তার বিরুদ্ধে মোট ছয়টি অভিযোগ আনা হয়।
আইনজীবীরা বলেন, যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য দাতাদের দেয়া অর্থ নয়ছয় করেছেন ট্রাম্পের উপদেষ্টা।
আইনজীবীরা আরও বলেন, ব্যানন দাতাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন, উত্তোলিত পুরো অর্থই দেয়াল নির্মাণে ব্যয় করা হবে। কিন্তু ওই প্রকল্পের হাজার হাজার ডলার তিনি তার দুই সহযোগীর কাছে সরিয়ে ফেলেন। তবে অভিযোগে তার ওই দুই সহযোগীর নাম উল্লেখ করা হয়নি।
আরও পড়ুন: নির্বাচনে আর লড়তে চান না হিলারি
প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার কিছুদিন পরই মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের ঘোষণা দেন ট্রাম্প। শুধু তাই নয়, দেয়াল নির্মাণে একটি নির্বাহী আদেশেও স্বাক্ষর করেন তিনি।
সে সময় হোয়াইট হাউসে তার প্রধান উপদেষ্টা ব্যানন দেয়াল নির্মাণের জন্য দাতাদের থেকে অর্থ নিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। তবে ২০২১ সালের জানুয়ারিতে ক্ষমতা ছাড়ার শেষ দিন প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতা বলে ব্যাননকে ক্ষমা করে দেন ট্রাম্প।
এরপর বাইডেন ক্ষমতায় আসার পর বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়। পরে এ মামলায় ব্যাননকে গ্রেফতার করে পুলিশ। তবে তাকে জামিনে মুক্তি দেয়া হয়।
আরও পড়ুন: সাক্ষাৎকারে মোদির প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প
প্রায় দুই বছর পর বৃহস্পতিবার অভিযোগ শুনানিতে নিউইয়র্কের ম্যানহাটন আদালতে হাজিরা দেন ব্যানন। ৬৮ বছর বয়সী এ রাজনীতিকের বিরুদ্ধে জালিয়াতি, অর্থপাচার ও ষড়যন্ত্রসহ মোট ছয়টি অভিযোগ আনা হয়েছে।
অভিযোগগুলোর শুনানি শিগগিরই শুরু হবে। অভিযোগ প্রমাণিত হলে ব্যাননের পাঁচ বছর থেকে ১৫ বছরের কারাদণ্ড হতে পারে।
]]>




