ব্রাহ্মণবাড়িয়ার ভেজাল বিরোধী অভিযানে ১ ব্যক্তির কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলায় বাড়ির ভেতরে অবৈধ নকল কারখানা তৈরি করে ক্ষতিকর কেমিক্যাল দিয়ে নকল পণ্য তৈরির অভিযোগে শাহাদাৎ হোসেন (৪২) নামে এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার( ৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে নবীনগর পৌর এলাকার জল্লা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃদেন সহকারী কমিশনার (ভূমি) নবীনগর মো:মোশারফ হোসেন। দণ্ডপ্রাপ্ত শাহাদাৎ হোসেন নবীনগর পৌর এলাকা জল্লা গ্রামের বাসিন্দা।
অভিযান সম্পর্কে ভ্রাম্যমান আদালতের দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) নবীনগর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মোশারফ হোসেন বলেন, নবীনগর পৌর এলাকার জল্লায় নিজ বাড়িতে শাহাদাৎ হোসেন অবৈধভাবে সাধারণ মানুষের জীবনের ঝুঁকি ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কেমিক্যাল দিয়ে কাপড় ধোঁয়ার পাওডার সার্ফ এক্সেল ও রিন পাউডার, শিশুদের পানীয় ( জুস এবং হাইস্পিড) উৎপাদন করে আসছিল।
পরে গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি উপজেলা প্রশাসন জানতে পারে। পরে আজ বৃহস্পতিবার বিকেলে অভিযুক্ত শাহাদাৎ এর বাড়িতে ভ্রাম্যমান আদালতের পক্ষ থেকো অভিযান পরিচালনা করা হয়। এ সময় জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো ধরনের অনুমোদন ছাড়াই অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণের দায়ে শাহাদাৎ হোসেনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমান আদালতের দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) নবীনগর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মোশারফ হোসেন আরো জানান জনস্বার্থ রক্ষার স্বার্থে ভ্রাম্যমান আদালতের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযান কালে নবীনগর উপজেলা প্রশাসনের কর্মকর্তা ছাড়াও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
