ওটিটিতে পা রাখছেন কাজল
<![CDATA[
বলিউডের অন্যতম সেরা অভিনেত্রী কাজল। অসংখ্য সুপারহিট সিনেমা দিয়ে তিন দশকেরও বেশি সময় ধরে মাতিয়ে রেখেছেন দর্শকদের। এবার তার দীর্ঘ সময়ের ক্যারিয়ারের মুকুটে যোগ হচ্ছে নতুন পালক।
ওটিটিতে পা রাখছেন বলিউডের লেডি সুপারস্টার কাজল। বৃহস্পতিবার ( ৮ সেপ্টেম্বর) প্রকাশ্যে এল তার ওয়েব সিরিজের প্রথম ঝলক। সিরিজের নাম ‘দ্য গুড ওয়াইফ- প্যায়ার, কানুন, ধোঁকা’।
জনপ্রিয় হলিউড সিরিজ ‘দ্য গুড ওয়াইফ’র আসলে নির্মিত হচ্ছে সিরিজটি। এই প্রথম একজন আইনজীবীর চরিত্রে দেখা যাবে কাজলকে। হলিউডের সিরিজে অভিনয় করেছিলেন অভিনেত্রী জুলিয়ানা মারগুলিস।
আরও পড়ুন: শাহরুখপত্নীর ৫ অজানা তথ্য
ডিজনি প্লাস হটস্টারে দেখা যাবে ‘দ্য গুড ওয়াইফ’। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রথম ওয়েব সিরিজের টিজার পোস্ট করেছেন কাজল। ২৫ সেকেন্ডের সেই সংক্ষিপ্ত ভিডিওতে আইনজীবীর পোশাকে দেখা গেছে কাজলকে। তার চোখে আত্মবিশ্বাস। প্রশ্ন ছুড়ে দিয়েছেন, ‘শুরু করা যাক?’
আর এই সিরিজের মধ্য দিয়েই ওটিটিতে হাতেখড়ি হচ্ছে বড়পর্দা কাঁপানো এই অভিনেত্রীর।
]]>




