সাবিনাদের শুভকামনা জানালেন ব্রেট লি
<![CDATA[
সাফ উমেন্স চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপকে উড়িয়ে ফুরফুরে মেজাজে আছে বাংলাদেশ দল। সাবিনা খাতুনরা প্রস্তুতি নিচ্ছেন শনিবার (১০ সেপ্টেম্বর) পাকিস্তানকে হারিয়ে সেমিফাইলে যাওয়ার। এর মধ্যে তাদের মেজাজ আরও চাঙা করে দিলেন অস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তি পেসার ব্রেট লি।
কাঠমান্ডুর ‘দ্য সলটি’ হোটেলের লিফটে শুক্রবার (০৯ সেপ্টেম্বর) হঠাৎ সাফে অংশ নেয়া বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়দের সঙ্গে দেখা হয়ে যায় অজি ক্রিকেট তারকা ব্রেট লির। নিজের সামাজিক মাধ্যমে এ তারকার সঙ্গে নিজের ও দলের তোলা ছবি পোস্ট করে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় বাংলাদেশ দলের অধিনায়ক সাবিনা খাতুনকে। তিনি লেখেন, ‘হোটেলে ব্রেট লির সঙ্গে হঠাৎ করে দেখা!’
আরও পড়ুন: মালদ্বীপকে হারিয়ে সাফে শুভসূচনা সাবিনা-মারিয়াদের
২০১২ সালে ক্রিকেট থেকে অবসর নেয়ার পর আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কার বোলিং কোচের দায়িত্ব পাল করতে দেখা গিয়েছিল ব্রেট লিকে। বর্তমানে তাকে দেখা যায় ধারাভাষ্যকারের ভূমিকায়। তবে নেপালে ব্রেট লি সাফ চ্যাম্পিয়নশিপে ধারাভাষ্য দিতে যাননি। সাফ চ্যাম্পিয়নশিপ সম্পর্কেও তার খুব একটা ধারণা নেই। তাই লাল সবুজের প্রতিনিধিদের থেকে জেনে নেন টুর্নামেন্ট সম্পর্কে।
এরপর সাবিনা-মারিয়াদের সঙ্গে পরিচিত হয়ে নেন এবং বাংলাদেশ দলকে শুভকামনা জানান। ব্রেটলিকে এত কাছ থেকে দেখে উচ্ছ্বসিত কৃষ্ণা রানি সরকার বলেন, ‘আমি তো ব্রেট লিকে দেখেই অবাক। উনি আমাকে জিজ্ঞাসা করলেন, তুমি কোন পজিশনে খেলো? এরপর আমাকে ও আমার দলের জন্য শুভকামনা জানালেন।’
আরও পড়ুন: ফুটবলের উন্নয়নে ৪৫০ কোটি টাকা চায় বাফুফে
আগামী ১০ সেপ্টেম্বর ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া রোড সেফটি টুর্নামেন্টে অংশ নেবেন ব্রেট লি। তার আগে কিছুটা অবকাশযাপনে এসেছেন নেপালে।
]]>




