শুরু হয়েছে ‘অপারেশন লন্ডন ব্রিজ’
<![CDATA[
রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা ‘অপারেশন লন্ডন ব্রিজ’ শুরু হয়েছে। রানির সম্মানে লন্ডনের হাইড পার্কে ৯৬ বার গান স্যালুট দেয়া হয়েছে। দেশটিতে দশদিনের শোক পালন করা হচ্ছে। নতুন রাজা চার্লস স্কটল্যান্ড থেকে লন্ডনে এসে পৌঁছেছেন। শুক্রবার (৯ সেপ্টেম্বর) তার ভাষণ দেয়ার কথা রয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে তাকে রাজা হিসেবে ঘোষণা করা হবে।
৯৬ বছর বয়সে মৃত্যুবরণ করায় লন্ডনের হাইড পার্ক ও অন্যান্য জায়গায় দেয়া হয় ৯৬ রাউন্ড গান স্যালুট।
ব্রিটিশ রাজতন্ত্রের সিংহাসনের ৭০ বছরের ঐতিহাসিক অধ্যায়ের অবসান ঘটিয়ে বৃহস্পতিবার ৯৬ বছর বয়সে স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। তার মৃত্যুতে শোকের সাগরে ভাসছে গোটা ব্রিটেন। ঘোষণা করা হয়েছে দশদিনের রাষ্ট্রীয় শোক।
রানির মৃত্যুতে শুক্রবার লন্ডনের সেন্ট পলস ক্যাথেড্রালে এক স্মরণ সভার আয়োজন করা হয়েছে। যেখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাসসহ মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্যদের উপস্থিত থাকার কথা রয়েছে।
আরও পড়ুন: রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য কখন কোথায়
রানি স্কটল্যান্ডে মারা গেছেন, তাই তার কফিনটি আগামী কয়েকদিন এডিনবরার সেন্ট জাইলস ক্যাথেড্রালে রাখা হবে সর্ব সাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য। এরপর রানির মরদেহবাহী কফিনটি লন্ডনে নেয়া হবে। সেখানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রানির মরদেহ অন্তষ্ট্যিক্রিয়ার আগে অন্তত চারদিন রাখা হবে ওয়েস্টমিনস্টার হলে।
করোনার বিধিনিষেধ সাপেক্ষে রানির অন্তেষ্ট্যিক্রিয়ায় দেশি বিদেশি প্রায় দুই হাজার অতিথির যোগ দেয়ার কথা রয়েছে। তার মরদেহ দেখতে হাজার হাজার মানুষের সমাগম নিয়ন্ত্রণে পুলিশি প্রহরার ব্যবস্থা করা হয়েছে।
]]>




