বিনোদন

গাইবান্ধা-৫ আসনে নৌকার মাঝি সাবেক ছাত্রলীগ সভাপতি রিপন

<![CDATA[

ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে শূন্য হওয়া গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপনির্বাচনে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপনকে মনোনয়ন দেয়া হয়েছে। রিপন এখন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির সদস্য পদে আছেন।

শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করা হয়।

রিপন ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। তিনি এবারই প্রথম ভোটের লড়াইয়ে নামছেন।

এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে ১০টি আবেদন জমা পড়ে। মনোনয়নপ্রত্যাশীরা হলেন প্রয়াত ডেপুটি স্পিকার ফজলে রাব্বীর মেয়ে ফারজানা রাব্বী; ফজলে রাব্বীর ছোট ভাই ফরহাদ রাব্বীর স্ত্রী লুদমিলা পারভীন; ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি এম সেলিম পারভেজ; সাঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামসিল আরেফিন; কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা মঞ্চের সাধারণ সম্পাদক আল-মামুন; আওয়ামী লীগ নেতা মাহবুবর রহমান; সাবেক যুবলীগ নেতা সুশীল চন্দ্র সরকার ও নুরুল আমিন এবং যুবলীগ নেত্রী শাপলা আক্তার।

মনোনয়ন বোর্ডের সদস্য আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক গণমাধ্যমকে বলেন, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার প্রয়াত ফজলে রাব্বি মিয়ার আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদুল হাসান রিপনকে মনোনয়ন দিয়েছে।

আরও পড়ুন: গাইবান্ধা-৫ আসন ও জেলা পরিষদ নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন আগামী ১২ অক্টোবর নেয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। গত ২৩ আগস্ট রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সভা শেষে কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের এ তথ্য জানান।

গত ২২ জুলাই জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা আলহাজ অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে আসনটি শূন্য হয়। ২৪ জুলাই জাতীয় সংসদ সচিবালয় থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

কোনো সংসদীয় আসন শূন্য ঘোষিত হলে ৯০ দিনের মধ্যে উপনির্বাচনের কথা সংবিধানে উল্লেখ রয়েছে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!