১০ জনের দল নিয়েও সাম্পাদরিয়াকে হারাল এসি মিলান
<![CDATA[
সিরি ‘আতে টানা দ্বিতীয় জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন এসি মিলান। শনিবার (১০ সেপ্টেম্বর) ১০ জনের দল নিয়েই সাম্পাদরিয়ার বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে রোসেনেরিরা। দিনের অন্যান্য খেলায় জয় পেয়েছে ইন্টার মিলান ও নাপলিও।
সাম্পাদরিয়ার মাঠে ম্যাচের ছয় মিনিটের মাথায় এগিয়ে যায় এসি মিলান। রোসেনেরিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জুনিয়র মেসিয়াস গোলটি করেন। পরবর্তীতে লিড বাড়িয়েছিলেন ফরাসি স্ট্রাইকার অলিভিয়ের জিরু। কিন্তু ভিএআর দেখে রেফারি অফসাইডের অভিযোগ এনে গোলটি বাতিল করে দেন।
প্রথমার্ধে এই গোলের লিড ধরে রেখেই বিরতিতে যায় তারা।
আরও পড়ুন:চার ম্যাচে ১ গোলে হারার চেয়ে এক ম্যাচে ৪ গোলে হারা ভালো: মরিনহো
দ্বিতীয়ার্ধের শুরুতেই দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন এসি মিলানের পর্তুগিজ ফরোয়ার্ড রাফায়েল লিয়দেন। সাম্পাদরিয়ার অ্যালেক্স ফেরারির পা মাড়িয়ে দিয়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন তিনি।
এর কিছুক্ষণ পরেই স্বাগতিকদের হয়ে খেলায় সমতা ফেরান ফিলিপ ডিজুরিচিচ। ফের পয়েন্ট হারানোর শঙ্কায় তখন কাঁপছে ১০ জনের দলে পরিণত হওয়া মিলান।
তবে ভিএআরে পাওয়া পেনাল্টি থেকে গোল করে রোসেনেরিদের ভারমুক্ত করেন জিরু। ৬৭ মিনিটে সাম্পাদরিয়ার গন্সালো ভিলার হাতে বল লাগলে ভিএআর চেক করে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
স্পটকিকে গোল করে মিলানের জয় নিশ্চিত করেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী স্ট্রাইকার জিরু।
এই জয়ে ৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থান ধরে রেখেছে মিলান।
আরও পড়ুন:লেভানদোভস্কি ম্যাজিকে বড় জয় বার্সেলোনার
এদিকে, নিজেদের মাঠে ১০ জনের স্পেজিয়াকে ১-০ গোলে হারিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে নাপলি। ম্যাচের ৮৯ মিনিটে গিয়াকমো রাসপাদরির দেওয়া একমাত্র গোলে পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করে নাপলি। মিলানের সমান ১৪ পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে নাপলি।
জয় পেয়েছে এসি মিলানের নগর প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানও। নিজেদের মাঠে মার্সেল ব্রোজোভিচের একমাত্র গোলে তারা হারিয়েছে তরিনোকে। ৬ ম্যাচে ৪ জয়ে ১২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে ইন্টার মিলান।
]]>