ভোলা সমিতির উদ্যোগে শিক্ষাবৃত্তি ও সংবর্ধনা
<![CDATA[
ভোলা সমিতির উদ্যোগে রাজধানীতে আলহাজ আবদুল হান্নান হাওলাদার শিক্ষাবৃত্তি ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর আর্মি গলফ ক্লাবে এ আয়োজন করা হয়। ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ১৫০ জন কৃতী ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষাবৃত্তি দেয়া হয়।
আরও পড়ুন: বরিশালে ১০০ শিক্ষার্থী পেল বিদ্যানন্দ শিক্ষাবৃত্তি
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা এবং বাণিজ্য মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির চেয়ারম্যান মো. তোফায়েল আহমেদ। এ ছাড়া উপস্থিত ছিলেন সাবেক এমপি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। অনুষ্ঠানে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন অতিথিরা, পরে তাদের মাঝে বৃত্তির চেক তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলী আজম মুকুল এমপি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন, বিবিএস গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদারসহ অনেকে।
]]>




