খেলা

মাদারীপুরে আবার বেড়েছে মাছের দাম

<![CDATA[

মাদারীপুরে এক সপ্তাহের ব্যবধানে আবার বেড়েছে সব ধরনের মাছের দাম। এতে ক্ষুব্ধ নিম্নআয়ের মানুষ। জ্বালানি খরচ বৃদ্ধির কারণেই মাছের দাম বেড়েছে বলছেন আড়তদাররা। ।

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের মোস্তফাপুরে দুটি মৎস্য আড়ত। ভোরের আলো ফুটতেই পাইকার আর আড়তদারের হাঁকডাকে জমজমাট কেনাবেচা।

 

কিছুদিন ধরে ইলিশ আসছে না আড়তে। এই সুযোগে সব ধরনের মাছের দাম কেজিতে বেড়েছে দেড় থেকে দুইগুণ। রুই, বোয়াল, শিং, কাতলাসহ অন্যান্য মাছের সরবরাহ বেশ ভালো। পাওয়া যাচ্ছে হাওড়-বাঁওড়, বিল ও ঝিলের মাছও। ব্যবসায়ীরা বলেন, যে তেলাপিয়া মাছ কম বিক্রি হয় সেই তেলাপিয়া মাছ ১৬০ থেকে ১৮০ টাকা পাইকারি দাম। মাছেরে দাম খুব বেশি।

 

আরও পড়ুন: সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার সময় আটক ৩

 

আড়তদারদের দাবি, মাছ উৎপাদন কম ও পরিবহন খরচ বাড়ার কারণেই দাম বাড়তি। 

 

তবে জেলা কৃষি বিপণন কর্মকর্তা জানান, বিভিন্ন দপ্তরের সহযোগিতায় বাজার নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত রয়েছে। জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. বাবুল হোসেন বলেন, আমরা প্রতিদিন বাজার মনিটরিং করি। তারা মূল্য লিখছে কি না, তা দেখা হয়।

 

মোস্তফাপুরের মৎস্য আড়তে ভোর ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত প্রতিদিন অর্ধকোটি টাকার মাছ কেনাবেচা হয়।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!