খেলা

নিউইয়র্ক ফ্যাশন উইকে হাঁটলেন তিন প্রবাসী বাংলাদেশি মডেল

<![CDATA[

ফ্যাশন দুনিয়ার অন্যতম বড় আসর নিউইয়র্ক ফ্যাশন উইকের দ্বিতীয় দিনে র‍্যাম্পে হেঁটেছেন তিন প্রবাসী বাংলাদেশি মডেল। তাদের অংশগ্রহণ প্রশংসা কুড়িয়েছে ফ্যাশন সংশ্লিষ্টদের কাছে। এদিন বিপুলসংখ্যক বাংলাদেশি দর্শকও উপস্থিত ছিলেন বিশ্বখ্যাত এ আসরে।

মাহমুদা ইয়াসমীন তিন বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। এরই মধ্যে তিনি নজর কেড়েছেন মূলধারার বিভিন্ন ডিজাইনারের। এবার নিয়ে তিনবার তিনি নিউইয়র্ক ফ্যাশন উইকের মঞ্চে হেঁটেছেন। অপরদিকে নিউইয়র্কের সুপরিচিত মডেল ও অভিনেত্রী নুসরাত তিশাম প্রথমবারের মতো হাঁটলেন নিউইয়র্ক ফ্যাশন উইকে।

যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলীয় ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের হলিউডখ্যাত লস অ্যাঞ্জেলেস থেকে নিউইয়র্ক ফ্যাশন উইকে এসেছেন মডেল জেরিন সাদিয়া সোহা। তিনিও এবার প্রথমবারের মতো ফ্যাশন দুনিয়ার বড় এ আসরে হাঁটলেন।

আরও পড়ুন: পোলিও: নিউইয়র্কে জরুরি অবস্থা জারি

যুক্তরাষ্ট্রপ্রবাসী এই তিন বাংলাদেশি মডেল এবার ফ্যাশন উইকে সবার প্রশংসা কুড়িয়েছেন। তাদের পারফরম্যান্স দেখতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনেক প্রবাসী। ফ্যাশন উইকের র‍্যাম্পে তাদের পা পড়ামাত্রই চারদিকে হইহুল্লোড় পড়ে যায়। তাদের উপস্থিতি মুগ্ধ করে বিদেশি দর্শককেও।

এদিন বিভিন্ন ডিজাইনারদের পোশাকে হেঁটেছেন আরও কয়েকশ মডেল। প্রতিটি আয়োজনে ছিল উপচে পড়া ভিড়। নিউইয়র্ক ফ্যাশন উইকের সঙ্গে সংশ্লিষ্ট বাংলাদেশ আয়োজকরাও তাদের আনন্দ-অনুভূতি জানিয়েছেন।

আরও পড়ুন: নিউইয়র্কে নতুন বন্দুক আইন, রিপাবলিকানদের বিরোধিতা

সাউন্ড পেস ইন্টারন্যাশনালের কর্ণধার ওমর চৌধুরী জানান, এবার দুজন মডেলকে তিনি নিউইয়র্ক ফ্যাশন উইকের মঞ্চে উপস্থাপন করেছেন। ভবিষ্যতে দেশি-প্রবাসী আরও মডেলকে তিনি এ আয়োজনে সম্পৃক্ত করতে চান।

পাঁচ দিনব্যাপী নিউইয়র্ক ফ্যাশন উইকের আয়োজন চলবে আরও তিন দিন। তাবৎ ফ্যাশন দুনিয়ার বড় চারটি আসরের একটি নিউইয়র্ক ফ্যাশন উইক। প্রতিবছর ফেব্রুয়ারি ও সেপ্টেম্বরে নিউইয়র্কে ফ্যাশন উইকের দুটি আসর বসে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!