বিনোদন

টসভাগ্যের দিকে চেয়ে আছে দুদলই!

<![CDATA[

অবশেষে হাজির সেই মাহেন্দ্রক্ষণ। মাঠে গড়াচ্ছে এশিয়া মহাদেশের ক্রিকেট শ্রেষ্ঠত্বের আসর এশিয়া কাপের ফাইনাল। ভারত-পাকিস্তান ফাইনালের স্বপ্ন দেখা দর্শক-সমর্থকদের চমক দিয়ে ফাইনালে উঠে গেছে আফগানিস্তানের বিপক্ষে বড় হার দিয়ে টুর্নামেন্ট শুরু করা শ্রীলঙ্কা। শক্তিমত্তায় পাকিস্তান কিছুটা এগিয়ে থাকলেও হাইভোল্টেজ এ ফাইনালে শিরোপার বড় অনুঘটক হয়ে উঠতে পারে টসভাগ্য।

টস জিতলেই ম্যাচ! এবারের এশিয়া কাপে ম্যাচের ফল যেন টসভাগ্যেই লেখা। টস জিতে পরে ব্যাট করলেই মিলছে জয়। অন্তত পরিসংখ্যান তাই-ই বলছে। আসরে এখন পর্যন্ত হওয়া ১২ ম্যাচের ৯টিতেই জয় পেয়েছে পরে ব্যাট করা দল। তাই টস জিতলেই পরে ব্যাটিং নিয়েছে দলগুলো। একমাত্র ব্যতিক্রম বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে টস জিতেও আগে ব্যাটিং নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। সে ম্যাচেও জয় পেয়েছিল পরে ব্যাট করা আফগানিস্তান। এ ছাড়া শুধু দুর্বল হংকং দুই ম্যাচেই টসে জিতে পরে ব্যাট করেও হেরেছে ভারত ও পাকিস্তানের বিপক্ষে।

ভাগ্য নির্ধারণকারী টস তাই আজকের ফাইনালেও হয়ে দাঁড়াতে পারে গুরুত্বপূর্ণ নিয়ামক। তাই যে দল টস জিতবে, মানসিকভাবে এগিয়ে থাকবে অনেকটাই। টস জিতলে অবধারিতভাবে প্রতিপক্ষকে আগে ব্যাট করতে পাঠাবে দুই অধিনায়কই। এমনটাই আভাস তাদের কথায়।

আরও পড়ুন:ফাইনালে পাকিস্তান ও শ্রীলংকার সম্ভাব্য একাদশ

পাকিস্তানের অধিনায়ক বাবর আজম বলেন, ‘টস অবশ্যই বড় ভূমিকা রাখছে, পরে ব্যাট করা দলগুলোই জয় পাচ্ছে। যারা পরে ব্যাট করবে, তারা অবশ্যই সুবিধা পাবে।’

লঙ্কান দলপতি দাশুন শানাকার কপালেও টস নিয়ে চিন্তার ভাঁজ। হারলেই অবধারিতভাবে আগে ব্যাট করতে নামতে হবে। তাই এরই মধ্যে সেরে রেখেছেন আগে ব্যাট করতে হলে কী হবে দলের পরিকল্পনা। তিনি বলেন, ‘এই টুর্নামেন্টে টস অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমরা যদি টস হেরে যাই এবং আগে ব্যাট করতে হয়, চেষ্টা করব পাওয়ার প্লে-তে যথেষ্ট রান স্কোরবোর্ডে জমা করার।’

আরও পড়ুন:কার হাতে উঠবে এবারের শিরোপা?

দুই দলের অধিনায়ক যখন টসে হেরে আগে ব্যাট করার আতঙ্কে ভুগছেন, তখন অবশ্য পাকিস্তান কোচ সাকলায়েন মুশতাক টস নিয়ে ভাবতেই নারাজ। তার মতে, চ্যাম্পিয়ন হতে হলে দুই ইনিংসেই ভালো করতে হবে। টসকে অজুহাত করতে নারাজ তিনি। তিনি বলেন, ‘চ্যাম্পিয়ন হতে হলে টস নিয়ে ভাবলে হবে না। আপনাকে দুই ইনিংসই চ্যাম্পিয়ন হতে হবে। আমরা টস নিয়ে কোনো কথা বলি না, এমনকি এভাবে ভাবছিও না।’

মুশতাক যতই বলুন, এশিয়া কাপের এবারের আসরে টস বড় নিয়ামক হয়ে উঠেছে। মরুর বুকে তাই আজও রান তাড়া করতে মুখিয়ে থাকবে দুদলই। তবে টস হেরে গেলে দুদলই চেষ্টা করবে পাওয়ার প্লে-টা কাজে লাগাতে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!