ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা সম্প্রসারণ বিষয়ে সভা অনুষ্ঠিত
<![CDATA[
প্রধানমন্ত্রীর নগরায়ণের ঘোষণা বাস্তবায়নে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা সম্প্রসারণ বিষয়ে উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নগরায়ণের ঘোষণা বাস্তবায়নে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকা সম্প্রসারণের পরিকল্পনা নেয়া হয়েছে। পৌর এলাকার পাশের তিনটি ইউনিয়নের কিছু এলাকা সংযুক্ত করে এ পৌরসভাকে সম্প্রসারণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।’
জনগণের জীবনমানের উন্নয়নের জন্য দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী এ পৌরসভার সম্প্রসারণ কাজে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
আরও পড়ুন: শেখ হাসিনার নেতৃত্বে দেশ গড়ার চেষ্টা করছি: উবায়দুল মোকতাদির
জেলা প্রশাসক মো. শাহগীর আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, পৌর মেয়র নায়ার কবির, সিভিল সার্জন ডা. মো. একরামউল্লাহ ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভার প্রধান নির্বাহী অফিসার মো. আবদুল কুদদুস, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ামিন হোসেন, ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম, আলামিনুল হক পাভেল, মো. মশিউর রহমান সেলিম ও আবদুর রশিদ। সভায় পৌরসভার কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
]]>