ঠাকুরগাঁওয়ে কৃষি কর্মকর্তাকে পেটালেন কৃষক
<![CDATA[
সার বিতরণের অনিয়মের অভিযোগে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা আতাউর রহমানকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে কামাল হোসেন নামের এক কৃষকের বিরুদ্ধে।
রোববার (১১ সেপ্টেম্বর) সকালে লাহিড়ী বাজারে বিএডিসি সার ডিলার মেসার্স শাহ ট্রেডার্সের বরাদ্দকৃত আগস্ট মাসের উত্তোলিত সার কৃষকের মাঝে বিতরণের সময়ে বালিয়াডাঙ্গী উপজেলার কৃষি কর্মকর্তার সঙ্গে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: জামালপুরে ২৭৫ বস্তা সার উদ্ধার, কালোবাজারি পলাতক
এ ঘটনার পর ভুক্তভোগী উপজেলা কৃষি কর্মকর্তা অনিয়মের বিষয়টি এড়িয়ে শুধু মারপিটের বিচার চেয়ে সংশ্লিষ্ট অফিসে লিখিত অভিযোগ করেছেন ওই কৃষকের বিরুদ্ধে।
অন্যদিকে নানা কারণে মারপিটের ঘটনা ঘটলেও কৃষকের ওপর দায় চাঁপানো এবং নিজের দোষ ঢাকতেই সংশ্লিষ্ট অফিসে এ অভিযোগ করেছেন বলে জানান অভিযুক্ত কৃষক কামাল হোসেন।
এদিকে কৃষি কর্মকর্তার অভিযোগ করে বলেন, আমন আবাদের তুলনায় অনেক বেশি এমওপি (পটাশ) সার চেয়েছিলেন কৃষক কামাল। দিতে রাজি না হওয়ায় সকলের সামনে শার্টের কলার ধরে টানাটানি করে লাঞ্ছিত করা হয়। এমনকি মারধর করে ডায়েরিসহ প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেয়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ আমাকে উদ্ধারের পর বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে। এ ঘটনার বিচার চেয়ে ঘটনার দিনই উপজেলা কৃষি কর্মকর্তা বরাবর ওই কৃষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়েছে।
আরও পড়ুন: দশ দিন ঘুরেও সার পেলেন না কৃষক রাজ্জাক
তবে অভিযোগ অস্বীকার করে কৃষক কামাল হোসেন জানান, আমি সার কিনতে সেখানে যায়নি। মূলত বরাদ্দকৃত সার বিতরণ করার কথা ছিল পাড়িয়া ইউনিয়নের কৃষকদের মাঝে। কিন্তু কৃষি কর্মকর্তা ঘুষ নিয়ে চাড়োল ইউনিয়নের কৃষকদেরও সার দিচ্ছিলেন। এটির প্রতিবাদ করতে গেলে কৃষকদের মধ্যে উত্তেজনা তৈরি করে। উপ-সহকারী কৃষি কর্মকর্তা আতাউর রহমানের সঙ্গে ধাক্কাধাক্কি হয়েছে। তাকে মারপিট করা হয়নি এবং কোনো কাগজপত্র ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেনি। এটি সম্পূর্ণ মিথ্যা, আমাকে ফাঁসানোর চেষ্টা চলছে। প্রকৃতপক্ষে তার দোষ ঢাকতেই আমার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। বিষয়টি তদন্ত করলেই বেরিয়ে আসবে সেদিন কি হয়েছিল। আমিও এর সুষ্ঠু তদন্ত চাই।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সুবোধ চন্দ্র রায় জানান, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা প্রশাসককে (ডিসি) জানানো হয়েছে। তদন্ত হলেই প্রকৃত বিষয় নিশ্চিত হওয়া যাবে।
]]>




