ব্লাড ডোনেশন গ্রুপ ফেনী এর ৫ম বর্ষপূর্তি উদযাপন।
ফেনী শহরের ক্রাউনওয়েস্ট রেস্টুরেন্টে ব্লাড ডোনেশন গ্রুপ ফেনী এর ৫ম বর্ষপূর্তি অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্লাড ডোনেশন গ্রুপ ফেনী এর নবনির্বাচিত সভাপতি আরিফ মোহাম্মদ রিয়াজ উদ্দিন। প্রদান অতিথি হিসেবে ছিলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এন্ড মিড পোর্ট হাসপাতালের রেজিস্ট্রার ডাঃ মোহাম্মদ মূসা হাসনাত।
এতে আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী কার্ডিয়াক সেন্টার এন্ড স্পেশালাইজড হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর মোঃ কামরুল হাসান, উপদেষ্টা মহিদুল ইসলাম, কানকিরহাট ইউনিভার্সিটি কলেজের অর্থনীতি প্রভাষক মোঃ আলীম আল রাজী,প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত এর মাধ্যমে শুরু হয়।
বিশেষ অতিথির বক্তব্যে কামরুল হাসান বলেন সংগঠনের কার্যক্রম গতিশীল করতে সংগঠনের সকলের জন্য চিকিৎসা সেবায় সর্বোচ্চ সহযোগিতা করবে তার প্রতিষ্ঠান কার্ডিয়াক হাসপাতাল। অন্যান্য অতিথি বৃন্দ সংগঠনের শুভকামনা জানিয়েছেন এবং দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে ব্লাড ডোনেশন গ্রুপ ফেনী এর প্রতিষ্ঠাতা সদস্য চৌধুরী উমর বিন হোসাইন ২০২১-২২ সালের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করেন।
২০২১-২২ সালের কার্যকরী পরিষদের সভাপতি আরিফ মোহাম্মদ রিয়াজ উদ্দিন। সাধারণ সম্পাদক আবু তালেব, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম নির্বাচিত হয়েছে।
শেষ পর্যায়ে কেক কেটে এবং সংগঠনের সদস্যদের সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করা হয়।