Nilphamari (নীলফামারী)

আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

জেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে স্বতন্ত্র প্রার্থী ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে জয়নাল আবেদীন বলেন, জেলা পরিষদ নির্বাচনে আসাদুজ্জামান নূর তার নির্বাচনী এলাকাসহ জেলার সব উপজেলার স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করছেন। কিন্তু এসব সভায় নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করে তিনি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীকে ভোট দেওয়ার জন্য বলছেন। যা জেলা পরিষদ নির্বাচন বিধিমালার পরিপন্থী। এটি আমার নির্বাচনী কার্যক্রম বাধাগ্রস্ত করার শামিল।

তিনি বলেন, সংসদ সদস্য আসাদুজ্জামান নূর সরকারি প্রটোকল হিসেবে পুলিশের দুটি গাড়িসহ দলের অন্যান্য নেতাকর্মীদের নিয়ে জেলার ছয় উপজেলায় ভোটারদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। ভোটারদের কাছে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে তা পূরণ করার দায়ভার গ্রহণ করেছেন তিনি। এটি আমার নির্বাচনী কার্যক্রমকে সরাসরি বাধাগ্রস্ত করছে এব এর মাধ্যমে স্বাভাবিক নির্বাচনী পরিবেশকে বাধাগ্রস্ত করার আশঙ্কা করছি আমি।

জয়নাল আবেদীন বলেন, নির্বাচনে সব প্রার্থীর জন্য সুষম প্রতিযোগিতামূলক ক্ষেত্র তৈরি করার জন্য রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক বরাবর আবেদন করেছি।

জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন জানান, স্বতন্ত্র প্রার্থী ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যানের অভিযোগপত্র পেয়েছি। তবে সংসদ সদস্য তার নির্বাচনী এলাকায় আসতে বাধা নেই। তদন্ত সাপেক্ষে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযোগের বিষয়ে সংসদ সদস্য আসাদুজ্জামান নূর বলেন, আমিতো নির্বাচনী সভা করছি না। আর এলাকায় আসা যাবে না আচরণ বিধিতে সেটিও উল্লেখ নাই। এলাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে এলাকার মানুষের সাথে মতবিনিময় সভা করছি। তাছাড়াও জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে সরকারের উন্নয়ন নিয়ে কথা বলেছি। আর প্রটোকল আমি চাইনি।

উল্লেখ্য,ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৭ অক্টোবর নীলফামারী জেলা পরিষদের নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!