শাকিব খানের পায়ের ধুলা নেয়া অনেক বড় পাওয়া: সিয়াম
<![CDATA[
ছোটপর্দার পরিচিত মুখ সিয়াম নাসির চিত্রনায়ক শাকিব খান প্রসঙ্গে বলেছেন, আমাদের দেশের মেগাস্টার শাকিব ভাই, শাকিব খান, যেখানে দ্বিতীয় কোনো শব্দ নেই। আমার জন্য তার পায়ের ধুলা নেয়া অনেক বড় পাওয়া।
প্রথম সিনেমায় শাকিব খানের সঙ্গে অভিনয়। এর অভিব্যক্তি জানাতে গিয়ে সিয়াম বলেন, প্রথম শটের আগে আমি তার পায়ের ধুলা নিয়েছি। বলছি, ভাই এটা আমার প্রথম সিনেমা এবং তিনি আমায় মাথায় হাত রাখছেন। বলেছেন, ভালোভাবে করো। এটা আমার জন্য অনেক বড় পাওয়া।
আরও পড়ুন: নতুন জুটি গড়তে যাচ্ছেন অপু বিশ্বাস
সিয়াম বলেন, ‘ছোটবেলা থেকেই শাকিব ভাইয়ের সিনেমা দেখেছি। স্কুল পালিয়ে গিয়ে তার সিনেমা দেখেছি। তখন থেকেই ইচ্ছা ছিল যদি কখনো সিনেমায় অভিনয় করি তাহলে নাম্বার ওয়ান শাকিব খানের সঙ্গে করব। অবশ্য সেই স্বপ্ন পূর্ণ হয়েছে ‘লিডার আমিই বাংলাদেশ’ সিনেমায় অভিনয় করে। তার সঙ্গে কাজ করতে পেরে বেশ উচ্ছ্বসিত।’
শাকিব প্রসঙ্গে এই অভিনেতা আরও বলেন, তিন যে সুপারস্টার! সেই বিষয়টি তার মধ্যে নেই। খুবই ভালো একজন মানুষ। আর আচরণ ব্যবহারে আমি মুগ্ধ হয়েছি। অনেকে বলে থাকেন শাকিব খান সেটে দেরি করে আসে। কিন্তু তার কাছে ১০টা মানে ১০টা।
আরও পড়ুন: অবশেষে প্রেক্ষাগৃহে আসছে ‘রোহিঙ্গা’
সিয়াম নাসির ক্যারিয়ার শুরু থেকে নাটকে অভিনয় করে যাচ্ছেন নিয়মিত। ‘নাইন অ্যান্ড হাফ’ নামে একটি নাটকে অভিনয়ের পরিচিত হয়ে উঠেন শোবিজ অঙ্গনে।
]]>