বিনোদন

টাঙ্গাইলে অধ্যক্ষ হত্যায় দুজনের মৃত্যুদণ্ড

<![CDATA[

টাঙ্গাইলের সখীপুরে অধ্যক্ষ জামাল হোসেন ঠাণ্ডু হত্যা মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ সময় আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে টাঙ্গাইলের স্পেশাল জজ আদালতের বিচারক বেগম শাহানা হক সিদ্দিকা এ রায় দেন। এ সময় মামলার অপর তিন আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন সখীপুরের ফুলবাগ গোবরচাকা গ্রামের মৃত হাসান আলীর ছেলে মিনহাজুর রহমান মিন্টু  এবং একই গ্রামের সুর্যদ আলীর ছেলে আবদুল মালেক শুকুর।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ মহসিন সিকদার বলেন, ২০১১ সালের ২০ অক্টোবর দুপুরে অধ্যক্ষ জামাল হোসেন ঠাণ্ডু সখীপুরের পলাশতলী মহাবিদ্যালয় থেকে বাড়ির উদ্দেশে রওনা হন। তিনি বৈল্লারপুর এলাকায় পৌঁছালে পূর্বশত্রুতার জেরে মিনহাজুর রহমান মিন্টু নেতৃত্বে জামাল হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়।

আরও পড়ুন: প্রেমিকাকে ধর্ষণের পর হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

 

এ ঘটনায় ওই দিন জামাল হোসেনের স্ত্রী পারভীন বেগম বাদী হয়ে সখীপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। ২০১২ সালের ২৬ ডিসেম্বর জেলা গোয়েন্দা পুলিশের এসআই আইয়ুব আলী পাঁচজনের নামে আদালতে অভিযোগপত্র জমা দেন।

বিচারক সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আজ দুজনকে মৃত্যুদণ্ড ও অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিনজনকে বেকসুর খালাস দেন। রায় ঘোষণার সময় মিন্টু আদালতে উপস্থিত ছিলেন এবং শুকুর পলাতক রয়েছেন।

এদিকে এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বাদীপক্ষ। দ্রুত রায় কার্যকরের দাবি তাদের।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!