কিশোরগঞ্জে ছুরিকাঘাতে যুবক খুন, ঘাতক আটক
<![CDATA[
কিশোরগঞ্জে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে শফিকুল ইসলাম (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত রাজনকে (২২) আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার চংশোলাকিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিতহ শফিকুল সদর উপজেলার বাদে শোলাকিয়া আতকাপাড়া এলাকার আব্দুল হেকিমের ছেলে। অপরদিকে, অভিযুক্ত রাজন একই এলাকার মৃত সাইফুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শফিকুল ও রাজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বুধবার দুপুরের দিকে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে শফিকুলকে ছুরিকাঘাত করেন রাজন। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: বন্ধুকে খুন করে মরদেহের পাশেই বসেছিলেন সাজু
এদিকে ঘটনার পরপরই অভিযুক্ত রাজনকে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ জানান, পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
]]>




