ব্রিটিশ রানির শেষকৃত্যে থাকবেন ভারতের রাষ্ট্রপতি
<![CDATA[
ব্রিটেনের প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে থাকবেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ভারত সরকারের পক্ষ থেকে রানির শেষকৃত্যে যোগ দিতে লন্ডন যাচ্ছেন তিনি। ১৭ সেপ্টেম্বরের থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত লন্ডনে থাকবেন ভারতের রাষ্ট্রপতি। খবর এনডিটিভির।
প্রায় ১৯০ বছরের ঔপনিবেশিক শাসন শেষে ১৯৪৭ সালে ব্রিটেন থেকে স্বাধীনতা অর্জন করে ভারত। এর পাঁচ বছর পর বাবা ষষ্ঠ জর্জের মৃত্যুর পর মাত্র ২৫ বছর বয়সে ব্রিটেনের রানি হন দ্বিতীয় এলিজাবেথ।
দীর্ঘ ৭০ বছর শাসন করার পর গত সপ্তাহে (৮ সেপ্টেম্বর) স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে ৯৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ১৯ সেপ্টেম্বর তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
রানি এলিজাবেথের মৃত্যুতে শোক প্রকাশ করেন ভারতের রাষ্ট্রপতি দৌপদী মুর্মু, উপ-রাষ্ট্রপতি জগদ্বীপ ধনখড় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রানির মৃত্যুতে একদিনের জাতীয় শোকও ঘোষণা করা হয়।
আরও পড়ুন: সাত তলা থেকে লিফট ছিঁড়ে পড়ে ৭ জনের মৃত্যু
]]>




