বিনোদন

ঢাকায় সালমান খানের ভাই

<![CDATA[

বলিউডের ‘ভাইজান’ খ্যাত অভিনেতা সালমান খানের বার্তা নিয়ে বি-টাউন থেকে সরাসরি ঢাকার বনানীতে হাজির হয়েছেন তার ভাই সোহেল খান। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে এ বলিউড তারকা ঢাকায় পৌঁছেছেন।

ঢাকায় আসার মূল উদ্দেশ্য ভাই সালমান খানের চ্যারিটেবল ট্রাস্টের ফ্যাশন ব্র্যান্ড ‘বিইং হিউম্যান’-এর আউটলেট উদ্বোধন। ‘বিইং হিউম্যান বাংলাদেশ’-এর ফেসবুক পেজ থেকে এই আউটলেটের কথা আগেই জানিয়েছিলেন সালমান খান।

আরও পড়ুন: বড়পর্দায় মহাভারতের ওপর নতুন সিরিজ ঘোষণা

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে এক ভিডিও বার্তায় সালমান খান বলেন, ‘হাই বাংলাদেশ। তোমাদের জন্য বড় একটি সুখবর আছে। তা হচ্ছে ‘বিইং হিউম্যান ক্লথিং’ ঢাকার বনানীতে চালু হতে যাচ্ছে।’

তারই অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে বনানীর আউটলেটে হাজির হন সোহেল খান। ঢাকায় তাকে নেচে গেয়ে বরণ করেন নেন বাংলাদেশের নৃত্যশিল্পীরা। এসময় সোহেল খান নিজেও খানিকটা নেচে সঙ্গ দেন ।

আরও পড়ুন: ইডির ৮ ঘণ্টা জেরার মুখে জ্যাকলিন, ফেঁসেছেন নোরা ফাতেহিও!

উদ্বোধনী অনুষ্ঠানে সোহেল খানের সঙ্গে হাজির ছিলেন প্রতিষ্ঠানটির সিইও সঞ্জিব রাও এবং সালমান খানের ভাতিজা আয়ান অগ্নিহোত্রি।

২০১২ সালে অসহায় মানুষের পাশে দাঁড়াতে ভারতের মুম্বাইতে শুরু হয় ‘বিইং হিউম্যান’-এর পথচলা। পোশাকের লাভের একটা অংশ ব্যয় করা হয় পিছিয়ে থাকা জনগোষ্ঠীর শিক্ষা ও স্বাস্থ্য খাতে। বাংলাদেশে ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী হিসেবে আছেন আর রেহমান ও মোহাইমিন মোস্তফা। 

আরও পড়ুন: অজয়ের ছবিতে শ্রীলঙ্কার শিল্পী ইয়োহানির অভিষেক!

এখন পর্যন্ত বিশ্বের ১৫টি দেশে পাঁচশ’রও বেশি আউটলেটের মাধ্যমে সালমান তার এই চ্যারেটি ফ্যাশন ট্রাস্টের কার্যক্রম পরিচালনা করছেন।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!