ছেলে সচিব হয়েছেন, খুশিতে অফিসে ফুল নিয়ে হাজির মা
<![CDATA[
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন পদোন্নতি পেয়ে একই মন্ত্রণালয়ের সচিব হয়েছেন। ছেলের এ সাফল্যে অফিসে ছুটে এসেছেন বৃদ্ধ মা। ফুল নিয়ে এসে জানিয়ে গেছেন শুভেচ্ছা।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পদোন্নতির প্রজ্ঞাপন জারির পর দুপুরে সচিবালয়ে ছেলের অফিসে ছুটে আসেন তার মা রাবেয়া বেগম। এরপর ফুল দিয়ে ছেলেকে শুভেচ্ছা জানান।
কাজী ওয়াছি উদ্দিন সংবাদমাধ্যমকে বলেন, ‘আমার পদোন্নতিতে মা অনেক খুশি হয়েছেন। আমার স্ত্রীকে সঙ্গে নিয়ে অফিসে এসেছিলেন। প্রধানমন্ত্রীকে দোয়াও করেছেন।’
আরও পড়ুন: সচিব হিসেবে পদোন্নতি পেলেন ৮ রাষ্ট্রদূত
রাবেয়া বেগমের ৭ সন্তানের মধ্যে কাজী ওয়াছি উদ্দিন দ্বিতীয়।
পদোন্নতির প্রজ্ঞাপনে জানানো হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ কাজী ওয়াছি উদ্দিনের ক্ষেত্রে ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।
]]>