সাংহাই সহযোগিতা সংস্থায় সদস্য হওয়ার পথে ইরান
<![CDATA[
চীন-রাশিয়ার নেতৃত্বাধীন মধ্য এশিয়ার নিরাপত্তা সংস্থা সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) স্থায়ী সদস্য হওয়ার জন্য একটি প্রতিশ্রুতি স্মারক স্বাক্ষর করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে এই তথ্য জানায় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে সৃষ্ট অর্থনৈতিক জটিলতা থেকে মুক্তি পেতে এসসিও সদস্য দেশগুলোর সাথে মিলিত হওয়ার পথে একধাপ এগিয়ে গিয়েছে ইরান।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ইরানি পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, এসসিও তে যোগ দিতে ইরান একটি প্রতিশ্রুতি স্মারক স্বাক্ষর করেছে।
চীন, ভারত, কাজাখস্তান, কিরগিজস্তান, পাকিস্তান, রাশিয়া, তাজিকিস্তান ও উজবেকিস্তানের নেতারা আট সদস্যের এসসিওর শীর্ষ সম্মেলনের জন্য পরবর্তী শহর সমরকন্দে যাওয়ার সময় ইরানের যোগদানের বিষয়ে জানা যায়।
আরও পড়ুন: ইরানকে ছাড় দেয়া হবে না, হুঁশিয়ারি ইসরাইলের
আফগানিস্তান, বেলারুশ, ইরান ও মঙ্গোলিয়া এসসিওর পর্যবেক্ষক দেশ। এছাড়াও সংস্থাটির সংলাপ অংশীদার দেশ হিসেবে রয়েছে রয়েছে আর্মেনিয়া, আজারবাইজান, কম্বোডিয়া, নেপাল, শ্রীলঙ্কা ও তুরস্ক।
চলতি সপ্তাহে উজবেকিস্তানের সমরখন্দে এসসিও শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০০১ সালে মধ্য এশিয়ায় চীন, রাশিয়া এবং সাবেক সোভিয়েত দেশগুলোর কথাবার্তা বলার একটি ফোরাম হিসাবে এই সংগঠন গড়ে ওঠে। চার বছর আগে এই সংগঠনের পরিধি আরও বিস্তৃত হয়। এতে যোগ দেয় ভারত এবং পাকিস্তান। সংগঠনটির লক্ষ্য ছিল, মধ্য এশিয়া অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রভাবের প্রতিকূল শক্তি হিসেবে কাজ করবে।
আরও পড়ুন: ইরান পরমাণু চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রকে হুশিয়ারি মোসাদ প্রধানের
গত বছর এসসিও ইরানের যোগদানের আবেদন অনুমোদন করেছিল। তেহরান সে সময় এসসিওর সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছিল, যাতে তারা তার বিতর্কিত পারমাণবিক কর্মসূচির জন্য পশ্চিমাদের আরোপিত নিষেধাজ্ঞা এড়াতে তাদের সহায়তা করে।
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেন, এসসিও ইরান, রাশিয়া বা অন্যান্য দেশের মতো মার্কিন নিষেধাজ্ঞাপ্রাপ্ত দেশের মধ্যে গভীর সম্পর্ক তৈরি করবে। এছাড়াও বিভিন্ন সমস্যা কাটিয়ে উঠে আরও শক্তিশালী হতে সাহায্য করবে।
সমরকন্দে যাওয়ার সময় নেতারা আরও জানান, ইরানের পূর্ণ সদস্যপদ ২০২৩ সালের এপ্রিল মাস থেকে কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।
]]>




