ফ্রান্সে বিদ্যুৎ-গ্যাস বিল বাড়ানোর ঘোষণা
<![CDATA[
ফ্রান্সে আগামী বছরের শুরুতেই বিদ্যুৎ ও গ্যাস বিল বাড়ানোর ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী এলিজাবেথ বর্নি।
গত বছরের তুলনায় এ বছর ফ্রান্সে বিদ্যুতের দাম চার শতাংশ বেড়েছে। তবে আগামী বছর বিদ্যুৎ ও গ্যাসের দাম ১৫ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী এলিজাবেথ বর্ন। এক কনফারেন্সে তিনি এ ঘোষণা দেন।
আগামী বছর জানুয়ারি থেকে গ্যাস ও ফেব্রুয়ারি থেকে বিদ্যুতের বর্ধিত মূল্য কার্যকর হবে বলে জানানো হয়েছে। সে সময় সাধারণ গ্রাহককে বর্তমানের তুলনায় গড়ে ২৫ ইউরো বেশি বিল দিতে হতে পারে।
শীতের সময় মানুষ অনেকটাই গ্যাস ও বিদ্যুতের ওপর নির্ভরশীল, সে জন্য সংকট নিয়ে তাদের মধ্যে কিছুটা শঙ্কা কাজ করছে।
আরও পড়ুন: ব্ল্যাকআউটে দিশেহারা ইউরোপ
এদিকে ফ্রান্সের অর্থমন্ত্রী জানিয়েছেন, বাড়তি গ্যাস ও বিদ্যুৎ বিলের কারণে এই খাতে দেশটির ১৬ বিলিয়ন ইউরো খরচ হবে। যার মধ্যে গ্যাস ১১ আর বিদ্যুৎ খাতে ৫ বিলিয়ন।
তবে প্রধানমন্ত্রী বাড়তি গ্যাস ও বিদ্যুৎ বিলের জন্য আর্থিকভাবে অসচ্ছল পরিবারের জন্য সরকারের বিশেষ প্রণোদনাও ঘোষণা করেন। প্রতি পরিবারকে আগে যেখানে ১০০ ইউরো দেয়া হতো সে ক্ষেত্রে আগামী বছর দেয়া হবে ২০০ ইউরো। ১২ মিলিয়ন পরিবার এর আওতায় থাকবে। এ বছরের শেষ নাগাদ পরিবারগুলোর কাছে এই অর্থ দেয়া হবে।
]]>




